Scalping | স্কাল্পিং ট্রেড কি?

0
826
Scalping
সর্বশেষ আপডেট: October 12, 2022
You are here:
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Scalping এক ধরনের ট্রেডিং এর ধরন যেটিকে অনেকে ছোট সময়ের ট্রেডিং বলে থাকেন। এই ধরনের ট্রেডিং প্যাটার্ন এর মুল কারন হচ্ছে, ট্রেডার একদিনে একাধিক কিংবা প্রচুর এন্ট্রি গ্রহন করে থাকেন এবং এই এন্ট্রি থেকে ট্রেডার মুলত কম পিপ্স এর প্রফিট করার মাধ্যমে এন্ট্রি ক্লোজ করে থাকেন।

তবে যেহেতু অনেক এন্ট্রি গ্রহন করা হয় সেক্ষেত্রে দিন শেষে প্রফিট কিংবা লস এর পরিমাণও হয় অনেকবেশী।

সাধারণত বলে হয়ে থাকে, যেকোনো এন্ট্রি ০-২০ মিনিট এর মধ্যে যদি ক্লোজ করা হয় তাহলে সেটিকে বলা হয়ে থাকে Scalping । ট্রডারদের কাছে এই ট্রেডিং প্যাটার্নটি খুবই জনপ্রিয় এবং বহুল প্রচলিত। 

স্কাল্পিং ট্রডাররা মুলত লম্বা সময়ের জন্য মার্কেটে এন্ট্রি রাখেন না। সর্বাধিক ৫-৫০ পিপ্স এর মতন হতে পারে এই ধরনের এন্ট্রির প্রফিট টার্গেট।

অনেক সময় দেখার যায়, একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার কিছু পিপ্স এর রেঞ্জ মধ্যে ঘুরতে থাকে। স্কাল্পিং ট্রেডাররা মুলত এই সময়কে কাজে লাগিয়ে প্রাইস এর রেঞ্জ এর এড়িয়া নির্বাচন করেন এবং সে হিসাবে এন্ট্রি গ্রহন এবং সেটিকে ক্লোজ করতে থাকেন।

সুবিধাসমুহ

ছোট সময়ের ট্রেড এবং একাধিক এন্ট্রি গ্রহন করা হয় বলে বেশীরভাগ ট্রেডারদের কাছেই এই Scalping ট্রেডিং অনেকবেশী পছন্দের। যদি রেশিও আকারে বলা হয় তাহলে প্রায় ৭০ শতাংশ ট্রেডারই এই স্কাল্পিং ট্রেডিং করতে পছন্দ করেন। এর কিছু বিশেষ সুবিধা রয়েছে যার কারনে এই এত বেশী জনপ্রিয়। চলুন সেগুলো জেনে নেয়া যাক।

  • কম ব্যালেন্স – যেহেতু আপনি কম সময়ের জন্য ট্রেড করবেন এবং কম পিপ্স এর জন্যই ট্রেড করছেন সেক্ষেত্রে খুব বড় আকারের ফান্ড কিংবা ব্যালেন্স এর প্রয়োজন হয় না। ব্রোকারভেদে আপনি ১০ থেকে ১০০ ডলার ডিপোজিট করার মাধ্যমে এই scalping ট্রেড শুরু করার সুবিধা পাবেন।
  • সময় প্রদান – স্কাল্পার যারা আছেন তারা এন্ট্রি অল্প সময়ের জন্য রাখেন। সুতরাং, সেক্ষেত্রে সারাদিন কিংবা সারারাত বসে চার্ট এর দিকে নজর রাখার কিছুই নেই এবং কোনও দরকারও নেই। আপনি যতটুকু সময়ই ট্রেডিং করবেন ততটুকু সময়ই চার্টে থাকবেন। অর্থাৎ, বাকি সময় অন্য কাজে ব্যবহার করার সুবিধা পান।
  • ট্রেডিং কমান্ডো – ফরেক্স ট্রেডিং এর ভাষায় স্কাল্পারদের, “Snipper” এর দের সাথে তুলনা করা হয়। কেননা একজন ভালো স্কাল্পার হতে হলে আপনাকে দৃষ্টি শক্তি অবশ্যই ভালো হতে হবে এবং মার্কেটকে বিশ্লেষণ করার ক্ষমতাও আপনার সেই সাথে বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে।
  • ফান্ড ব্যবস্থাপনা – শুরুতেই বলেছিলাম, Scalping ট্রেডিং এর জন্য বড় আকারের ফান্ড এর প্রয়জন হয়না। ট্রেডাররা লিভারেজ ব্যবহার করে ছোট আকারের বিনিয়োগ করার মাধ্যমেও বড় আকারের এন্ট্রি গ্রহন করতে পারেন। এছাড়াও, অল্প সময়ের মধ্যে এন্ট্রি ক্লোজ করা হয় যার কারনে খুব কম সময়েই ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করে নিতে পারবেন।
  • প্রফিট করার সুযোগ – আপনি প্রফিট করছেন অল্প পরিমাণ এর কিন্তু একাধিক এন্ট্রি গ্রহন করার কারনে সেই প্রফিট এর পরিমাণ হবে অনেকবেশী। এর জন্য এই ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে ট্রেডাররা বেশী পরিমাণ প্রফিট করতে সক্ষম হয়।

লক্ষণীয় বিষয়

স্কাল্পিং এর জন্য বেশকিছু বিষয় গুরুত্বপূর্ণ। এর মধ্যে সর্বাধিক হচ্ছে ব্রোকার নির্বাচন। কেননা অনেক ব্রোকার প্রতিদিন এর এন্ট্রি গ্রহন করার জন্য বিধিনিষেধ প্রদান করেন। যেমন এক দিনে আপনি ১০ কিংবা ২০ টির উপর কোনও এন্ট্রি গ্রহন করতে পারবেন না।

অন্যদিকে, অনেক ব্রোকার সময় উল্লেখ করে দেয় যেমন একটি এন্ট্রি গ্রহন করার কমপক্ষে ২ মিনিট কিংবা ৩ মিনিট আপনার সেটি রাখতে হবে এর আগে এন্ট্রিটি ক্লোজ করতে পারবেন না। যদি ক্লোজ করে ফেলেন তাহলে সেই এন্ট্রির প্রফিট পাবেন না।

এর জন্য, ব্রোকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি ব্রোকার ট্রান্সপারেন্ট এবং ভালো না হয় তাহলে সেই ব্রোকারে প্রফিটেবল ট্রেড করা অনেকবেশী কষ্টকর। যেমন, আমরা এই স্কাল্পিং ট্রেড করার জন্য ব্যবহার করি Exness Broker. কেননা এই ব্রোকার এর বেশ কিছু সুবিধা রয়েছে স্কাল্পারদের জন্য।

কম ডিপোজিট, কম স্প্রেড, তাৎক্ষণিক ফান্ড উত্তোলন এবং কমিশন ফ্রি ট্রেডিং সুবিধার জন্য এই ব্রোকারে আমরা স্কাল্পিং ট্রেডিং করে থাকি। আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.exness.com

ভালো করে এই ধরনের ট্রেড করার জন্য দুইটি বিষয় খুব ভালো করে জানতে এবং বুঝতে হবে। একটি হচ্ছে কথায় এন্ট্রি নিচ্ছেন এবং কোথায় এন্ট্রি ক্লোজ করবেন। যদি এই দুইটি লেভেল ভালো করে বুঝতে কিংবা বের করতে না পারেন তাহলে প্রফিট রেশিও কমে আসবে।

সুতরাং, যারা নতুন কিংবা প্রাথমিক অবস্থায় ফরেক্স ট্রেডিং শুরু করেছেন এবং শিখছেন তাদের জন্য আমরা এই স্কাল্পিং ট্রেডিং এর পরামর্শ প্রদান করিনা। কেননা আপনি যদি মার্কেট এর সাথে নিজেকে ভালো করে মানিয়ে নিতে না পারেন তাহলে প্রফিটেবল এন্ট্রি গ্রহন করতে সক্ষম হবেন না।

যেমন, ট্রেডারদের সুবিধার জন্য, আমরা নিয়মিত কিছু ট্রেডিং সিগন্যাল প্রদান করি যা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়ে থাকে। সেগুলো দেখার জন্য অনুগ্রহ করে FX Telegram চ্যানেলটিতে যুক্ত হবার অনুরধ করছি। এখানে থেকে বিভিন্ন কারেন্সি পেয়ারের এন্ট্রি এবং সেটির বিস্তারিত তথ্য নিয়মিত জানতে পারবেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 9 of 9 found this article helpful.
Views: 856

আরও জানুন

পরবর্তী: Speculators এর অর্থ কি?
পূর্বের আর্টিকেলEUR/USD
পরবর্তী আর্টিকেলRequote | রি-কোউট
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here