OctaFX Broker পরিচিতি।

1
1257
OctaFX Broker

অনেকেই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফরেক্স ব্রোকার নিয়ে প্রশ্ন করেন এবং এদের বিভিন্ন ধরনের রিভিউ প্রদান করার জন্য বলেন। সময় স্বল্পতা এবং ব্রোকার এর সংখ্যার কারনে সবসময়, সকল ব্রোকার এর রিভিউ কিংবা উত্তর প্রদান করা সহজ হয় না। তারপরও আমরা চেষ্টা করছি জনপ্রিয় কিছু ব্রোকার এবং এদের সেবা সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার। ইতিমধ্যেই বেশ কিছু ব্রোকার যেমন Instaforex, Exness, XM, FBS, IC Markets সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আজকের আর্টিকেলে আরও একটি জনপ্রিয় OctaFX Broker এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো।

ব্রোকার নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?

একজন ট্রেডার এর জন্য ভালো করে এনালাইসিস করা যেমন গুরুত্বপূর্ণ, একটি ভাল ব্রোকার নির্বাচন করাও অনেক বেশী পরিমান গুরুত্বপূর্ণ। নতুন ট্রেডার হিসাবে ভাল ব্রোকার নির্বাচন করতে পাড়াটা অনেক বেশী কষ্টকর কেননা নতুন অবস্থায় ট্রেড শিখবেন নাকি ভাল ব্রোকার খুঁজবেন?

আমরা চেষ্টা করছি, ভাল কিছু ব্রোকার সম্পর্কে আপনাদের জানানোর যাতে করে আপনাদের ব্রোকার নির্বাচন করতে কোনও সমস্যা না হয়। চলুন তাহলে OctaFX Broker সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

জনপ্রিয়তা

OctaFX Broker বাংলাদেশী ট্রেডারদের কাছে জনপ্রিয়তা পেয়েছে অনেক আগেই। ট্রেড করার জন্য আপনি অবশ্যই এই ব্রোকার নির্বাচন করতে পারেন। নির্ভরযোগ্যতা এবং ক্লায়েন্ট সাপোর্ট এর কারনে এই ব্রোকার আরও বেশী পরিমাণ জনপ্রিয়তা পাচ্ছে আমাদের দেশে।

এছাড়াও, এই ব্রোকার লোকাল ডিপোজিট সমর্থন করে থাকে যা এর জনপ্রিয়তার মূল কারণ। অর্থাৎ, আপনি সরাসরি আপনার লোকাল ব্যাংক এর মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। আপনার যদি DBBL কিংবা CityBank এর একাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি আপনার ট্রেডিং একাউন্টে যেকোনো পরিমান ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। ডিপোজিট করার জন্য কোনও ধরনের ডলার এক্সচেঞ্জ করে নিতে হবে না।

তারপরও আমাদের পরামর্শ হচ্ছে, ট্রেডিং একাউন্টে টাকা ডিপোজিট করার জন্য Neteller কিংবা Skrill এর ব্যবহার। কারন, এই দুইটি মাধ্যম অনেকবেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য।

OctaFX Broker এর পেমেন্ট সুবিধা

বাংলাদেশী ট্রেডারদের জন্য এই ব্রোকার সরাসরি লোকাল ব্যাংক এর মাধ্যমে টাকা ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে। তবে একটি শর্ত হচ্ছে, আপনাকে সর্বনিম্ন $500 সমপরিমান ফান্ড ডিপোজিট করে নিতে হবে। আপনার লোকাল ব্যাংক একাউন্ট থেকে টাকা ডিপোজিট করার ১০ মিনিট এর মধ্যে ট্রেডিং একাউন্টে টাকা পোঁছে যাবে।

এছাড়াও, Neteller কিংবা Skrill এর মাধ্যমেও আপনি টাকা ডিপোজিট করতে পারবেন তবে সেক্ষেত্রে সর্বনিম্ন $50 সমপরিমান অর্থ ডিপোজিট করতে পারবেন এবং সর্বনিম্ন $5 সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন।

OctaFX Broker স্বয়ংক্রিয়ভাবে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করার সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ, আপনি টাকা ডিপোজিট করার সাথে সাথেই আপনার ট্রেডিং একাউন্টে টাকা পোঁছে যাবে এবং উত্তোলন করার সময় ঠিক একই নিয়মে টাকা পাবেন। সম্পূর্ণ পেমেন্ট সম্পর্কে জানতে www.octafx.com ওয়েবসাইটে দেখুন।

প্রধান কিছু বৈশিষ্ট্যঃ

  • লোকাল পেমেন্ট সিস্টেম – শুরুতেই এই ব্রোকারের জনপ্রিয়তার প্রধান কারণ আপনাদের সাথে শেয়ার করেছি। অন্যান্য ব্রোকারের মতন OctaFX Broker টাকা ডিপোজিট কিংবা উত্তোলন করার জন্য লোকাল পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে যার মাধ্যমে কম সময়েই ট্রেডিং একাউন্টে অর্থ ডিপোজিট করে নিতে পারবেন।
  • বিভিন্ন মাধ্যমে ডিপোজিট সিস্টেম – এই ব্রোকার নিজ ক্লায়েন্ট এর সুবিধার জন্য বিভিন্ন মাধ্যমে অর্থ ডিপোজিট করার সুবিধা রেখছে। যেমন, Neteller, Skrill, লোকাল ব্যাংক সহ আরও বেশ কিছু মাধ্যম। তবে বাংলাদেশ থেকে ফান্ড ডিপোজিট করার জন্য আমরা পরামর্শ প্রদান করবো, Neteller এবং Skrill ।
  • ট্রেডিং প্ল্যাটফর্ম – গ্রাহকের সুবিধার্থে এই ব্রোকার ট্রেড করার জন্য বিভিন্ন ধরণের ট্রেডিং প্ল্যাটফর্ম সাপোর্ট করে থাকে। যেমন, MT4, cTrader প্ল্যাটফর্ম, Android Terminal এবং Iphone Terminal । আপনি যেকোনো প্ল্যাটফর্ম ব্যাবহার করে এখানে ট্রেড করার সুযোগ পাবেন।
  • ক্লায়েন্ট সাপোর্ট – ব্রোকার তাদের ক্লায়েন্ট সাপোর্ট প্রদান করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটকে প্রায় ১১টি ভাষায় প্রকাশ করেছে এবং প্রায় ৬টি ভাষায় এরা সাপোর্ট প্রদান করে থাকে। অর্থাৎ, বাংলাদেশী ট্রেডারদের জন্য এই ব্রোকার সম্পূর্ণ বাংলা ভাষায় তাদের সাপোর্ট প্রদান করে থাকে। যাতে আপনি সহজে বুঝতে পারেন। 24/5 আপনি বাংলা ভাষায় সাপোর্ট গ্রহন করতে পারবেন সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। লাইভ চ্যাট, ইমেইল, ফোন কিংবা সাপোর্ট টিকেট এর মাধ্যমে এই ব্রোকার গ্রাহককে সহায়তা প্রদান করে থাকে।
  • লিভারেজ – এই ব্রোকার আপনাকে একাউন্ট ভিন্নতা এর উপর সর্বোচ্চ লিভারেজে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে। এর জন্য কোনও অতিরিক্ত বাধ্যবাধকতা নেই। তবে মনে রাখবেন অতিরিক্ত লিভারেজ এর ট্রেড প্রচুর পরিমাণ ঝুঁকি প্রবণ। আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের লিভারেজ আর্টিকেলটি পড়ুন।
  • বিভিন্ন ধরনের বোনাস এবং অফার – গ্রাহকের সহায়তার জন্য এই ব্রোকার বেশ কিছু বোনাস অফার প্রদান করে থাকে যা ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে নিজ ট্রেডিং একাউণ্ট এর ব্যালেন্স এর পরিমান বাড়িয়ে নিতে পারবেন। সবচেয়ে বড় সুবিহা হচ্ছে, আপনি এই বোনাস এর থেকে অর্জিত প্রফিট চাইলে উত্তোলনও করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত যোগ হবে। যেমন, পবিত্র রমজান উপলক্ষে এই ব্রোকার ডিপোজিট এর উপর ১০০% বোনাস প্রদান করছে এবং আপনি চাইলে এই টাকা উত্তোলনও করতে পারবেন। বিস্তারিত – Bonus 100%
  • একাউন্ট এর সুরক্ষা – ব্যবহারকারীর একাউন্টে জমাকৃত অর্থের সুরক্ষা প্রদানের জন্য এই ব্রোকার, Segregated accounts বা ভিন্ন একাউন্টে টাকা রাখার সুবিদা প্রদান করে থাকে। অর্থাৎ, যদি কোনও কারনে কোম্পানির কোনও ধরনের ক্ষতি সাধিত হয় তাহলে আপনার টাকা থাকবে সুরক্ষিত। এই সংক্রান্ত একটি বিস্তারিত আর্টিকেল খুব শীঘ্রই প্রকাশ করবো।

রেগুলেশন সম্পর্কে বিস্তারিতঃ

OctaFX ব্রোকার যাত্রা শুরু করে ২০১১ সাল থেকে এবং এখন পর্যন্ত এদের প্রতিমাসের ট্রেডিং ভলিউম হচ্ছে 110 Billion USD এর থেকেও বেশী। সেই সাথে এদের প্রতিমাসে নতুন একাউন্ট এর সংখ্যা প্রায় 15,000 । তাহলে বুঝতেই পারছেন এর জনপ্রিয়তা কি রকম! ট্রেডাররের নির্ভরযোগ্যতা অর্জন করার জন্য এই ব্রোকারের রয়েছে কিছু আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের রেগুলেশন।

  • Financial Conduct Authority (FCA) – OctaFX is regulated by the British Financial Conduct Authority (FCA), one of the strictest forms of regulation in the Forex industry. The company is registered in 2011 in Saint Vincent and the Grenadines under license number 19776 IBC 2011 and is fully compliant with international financial regulatory standards.

বিঃদ্রঃ এই ব্রোকারের FCA রেগুলেশন সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। ব্রোকার এর সাথে এই ব্যাপারে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি পুরনাংগ তথ্য প্রদান করতে সক্ষম হব।

কিভাবে একাউন্ট খুলবেন?

অন্যান্য ব্রোকারের মতনই এই ব্রোকারে একাউন্ট খোলার প্রক্রিয়াটি খুবই সহজ। কিছু তথ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই আপনি OctaFX Broker এ ট্রেডিং একাউন্ট খুল নিতে পারবেন।

 পবিত্র রমজান উপলক্ষে আপনারা পাচ্ছেন ১০০% বোনাস। একাউন্ট খুলন এখনই।

ছবিতে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেইজ আসবে। সেখানে, আপনার ইমেইল, সম্পূর্ণ নাম, ট্রেডিং পাসওয়ার্ড প্রদান করুন এবং “Open Account” বাটনে ক্লিক করুন। এরপর নির্দেশনা অনুযায়ী তথ্য প্রদান করুন। আপনার একাউন্ট ওপেন হয়ে যাবে।

লক্ষ্য করুন– একাউন্ট খোলার সময় অবশ্যই আপনার সঠিক সম্পূর্ণ নাম প্রদান করবেন (NID/Passport) অনুযায়ী এবং আপনার ঠিকানা (Bank Statement) এর প্রদেয় তথ্য অনুযায়ী প্রদান করবেন। পরবর্তীতে আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য এই বিষয়গুলো লাগবে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here