ROBOT ট্রেডিং কিংবা স্বয়ংক্রিয় ট্রেডিং সিস্টেম

2
1497
Robot Trading | রোবট ট্রেডিং
Robot Trading | রোবট ট্রেডিং

Robot Trading – গত বেশকিছুদিন ধরে আমরা সবচেয়ে বেশী পরিমাণ ইমেইল, ফোন এবং মেসেজ এর মাধ্যমে রোবট এর মাধ্যমে ট্রেডিং সম্পর্কিত কিছু তথ্য পাচ্ছি এবং অনেকেই অনুরধ করেছেন রোবট এর মাধ্যমে প্রদত্ত ট্রেডিং সিস্টেম নিয়ে আলোচনা করার জন্য। আবার অনেকেই জানিয়েছেন বিভিন্ন ধরনের রোবট এর রিভিউ প্রদানের জন্য। আমরা চেষ্টা করছি Robot Trading সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি যারা রোবট এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে আগ্রহী তারা অনেকবেশী উপকৃত হবেন।

Robot Trading আসলে কি?

সাধারন অর্থে রোবট হচ্ছে একটি সফটওয়্যার যা স্বয়ংক্রিয়ভাবে কিছু কৌশল ব্যবহার করে নিজ থেকে কোনও ট্রেড ওপেন কিংবা ক্লোজ করে দিবে। অর্থাৎ। আপনাকে কোনও কিছু করতে কিংবা জানতে হবে না। আপনি শুধুমাত্র টার্মিনালে এই সফটওয়্যার প্রোগ্রামটি ইন্সটল করে দিবেন এবং এর পর থেকে, রোবট নিজ থেকেই সেই অনুযায়ী এন্ট্রি গ্রহন কিংবা ক্লোজ করতে থাকবে।

Robot Trading Definition

আরও যদি বিস্তারিত বলে হয়, তাহলে আপনি নিজ থেকে যেই ট্রেড করতে আগ্রহী সেই ধরনের ট্রেড রোবট নিজ থেকে আপনার হয়ে করে দিবে। আপনি শুধুমাত্র ট্রেডিং ব্যালেন্স এবং ট্রেডে এন্ট্রি গ্রহন করার জন্য লট/ভলিউম এর আকার কিগ্নবা সাইজ নির্ধারণ করে দিবেন। আমরা যেরকম কম্পিউটারের বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি রোবট ঠিক তেমনি আপনার ট্রেডিং কৌশল অনুসারে আপনার হয়ে ট্রেড করতে থাকবে। একটু কষ্ট করে গুগলে সার্চ করলে নামে-বেনামে লাখ খানেক এই ধরনের ট্রেডিং রোবট পাওয়া যাবে যা আপনি টাকার বিনিময়ে লাইসেন্স কিনে কিংবা ফ্রিগুলো সরাসরি আপনার ট্রেডিং টার্মিনালে ইন্সটল করে নিতে পারেন। তারপর সেই ইন্সটলকৃত রোবট নিজের কৌশল অনুযায়ী ট্রেড করতে থাকবে।

রোবট মুলত একটি স্বয়ংক্রিয় প্রগ্রামিং যার মধ্যে একজন ট্রেডার ঠিক ধরনের টেকনিক্যাল টুল ব্যবহার করে ট্রেড করে থাকেন সেটির বিস্তারিত চার্ট এবং এলগরিদম আকারে লিপিবদ্ধ থাকে। ধরুন, আপনি Moving Average ইন্ডিকেটর ব্যবহার করার মাধ্যমে ট্রেড করে থাকেন। আপনি নিজের জন্য, একাধিক মুভিং এভারেজ এর ভ্যালু নির্ধারণ করে নিয়েছেন যেগুলোর সিগন্যাল এর মাধ্যমে আপনি ট্রেডে এন্ট্রি গ্রহন করেন। এখন আপনি চিন্তা করলেন, এই বিষয়গুলোকে সফটওয়্যার এর মাধ্যমে তৈরি করার যাতে করে, সেটি আপনার থেকে দ্রুততার সাথে এন্ট্রি ওপেন কিংবা ক্লোজ করতে পারে।

টার্মিনাল এর জন্য যেই সফটওয়্যার কিংবা প্রগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়ে থাকে সেটিকে বলা MQL । অর্থাৎ যিনি Robot Trading এর জন্য এই সফটওয়্যার তৈরি করবেন তাকে এই প্রগ্রামিং ল্যাংগুয়েজ এর মাধ্যমে সেটিকে তৈরি করে নিতে হবে এবং তারপর টার্মিনালে সেটিকে ব্যবহার করা যাবে।

Robot Trading করতে কি দরকার?

আর্টিকেল এর শুরুতেই বলেছি, গুগল সার্চ করলে লাখখানেক রোবট পাওয়া যাবে যার মধ্যে বেশিরভাগ এরই লাইসেন্স ব্যবহার করার জন্য আপনাকে কিনে নিতে হবে। নতুবা সেগুলোর ব্যবহার করা সম্ভব নয় কিংবা সঠিক নিয়মে কাজ করবে না। এর জন্য আপনাকে খরচ করতে হবে কমপক্ষে $50-$100 প্রতি মাসে এবং কোনও কোনটির প্রাইস আবার $2000-2500 প্রতি মাসে হতে পারে। আপনি যদি রোবট ট্রেডিং এর জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাকে রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে নিতে হবে।

তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আপনার ব্রোকারের ট্রেড এক্সিউশন টাইম এবং স্প্রেড যাতে অনেক কম থাকে। এর জন্য আমাদের পরামর্শ হচ্ছে, ICMarkets Broker । কেননা এই ব্রোকারের স্প্রেড সর্বনিম্ন “0” থেকে শুরু এবং এক্সিকিউশন সুপার ফাস্ট। আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন – www.icmarkets.com

ট্রেডিং একাউন্ট রেজিস্টার করা হয়ে গেলে সেখানে ব্যালেন্স ডিপোজিট করবেন এবং আপনি যেই সফটওয়্যারটি কিনেছেন সেটিকে আপনার ট্রেডিং টার্মিনালে MT4/MT5 এ ইন্সটল করে নিন। মনে রাখবেন, পিসি টার্মিনাল ছাড়া এই Robot Trading করার কোনও সুযোগ নেই।

Robot Trading কি কাজ করে?

রোবট ট্রেডিং এর উদ্ভব হয় মুলত স্টক মার্কেটে ট্রেড করার জন্য। যাদের ট্রেডিং ব্যালেন্স এর পরিমাণ অনেক অনেক বেশী কিন্তু সময় এবং অন্যান্য কাজের কারনে ঠিক মতন ট্রেডিং এর জন্য সময় প্রদান করতে পারেন না, তাদের জন্যই মুলত এই Robot Trading সিস্টেমটি উদ্ভব হয় এবং সময়ের পরিক্রমায় সেটি এখন ফরেক্স ট্রেডিং এর জন্য ব্যবহার করা হচ্ছে এবং আজকাল অনেকেই এই রোবট ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং করছেন।

শুরুতেই বলেছিলান, রোবট হচ্ছে এক কিংবা একাধিক ট্রেডিং কৌশল এর ভিত্তিতে তৈরি করা একটি সফটওয়্যার যার মধ্যে অনেকগুলো ইন্ডিকেটর, টেকনিক্যাল টুল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন সংযুক্ত থাকে। রোবট এর মুলত নিজ কোনও ট্রেডিং দক্ষতা নেই। যিনি এটিকে তৈরি করবেন তিনি যেই নীতিমালা এর মধ্যে স্থাপন করবেন এটিও ঠিক সেই রকম করেই কাজ করবে। অর্থাৎ, শুধুমাত্র টেকনিক্যাল বিষয়গুলোর উপর ভিত্তি করেই রোবট ট্রেডিং সিস্টেম কাজ করে এবং মার্কেটকে যাচাই-বাছাই করার নিজস্ব কোনও ক্ষমতা এর নেই। আমরা সকলেই জানি, ফরেক্স ট্রেডিং এর জন্য ৩ ধরনের এনালাইসিস বেশী গুরুত্বপূর্ণ।

  1. টেকনিক্যাল এনালাইসিস
  2. ফান্ডামেন্টাল এনালাইসিস
  3. সেন্টিমেন্টাল এনালাইসিস

রোবট ট্রেডিং যেহেতু শুধুমাত্র একটি এনালাইসিস এর ভিত্তিতে ট্রেড করে থাকে সেক্ষেত্রে এটির কার্যকারিতা নিয়ে আমাদেরও বেশকিছু সন্দেহ রয়েছে। হয়তোবা কাজ করে কিংবা হয়তোবা কাজ করে না। তবে এটি নিসচিত হয়ে বলে যায়, একজন দক্ষ ট্রেডার যেভাবে ট্রেড করবেন, রোবট এর সেই রকম ট্রেড করার কোনও ক্ষমতাই নেই।

Robot Trading সম্পর্কিত আমাদের মতামত- 

ফরেক্স ট্রেড করার জন্য আমরা কখনই কোনও ধরনের রোবট ব্যবহার করি না এবং কাউকে উৎসাহীও করি না। কেননা, বাংলাদেশ এর ট্রেডারদের প্রেক্ষিতে রোবট ট্রেডিং অনেকবেশই ঝুঁকিপূর্ণ এবং তার মুল কারন হচ্চে ট্রেডিং ব্যালেন্স এর স্বল্পতা। এর ট্রেডিং ব্যবস্থা মুলত তাদের জন্য, যাদের ট্রেডিং ব্যালেন্স এর পরিমাণ কমপক্ষে $20,000 আর আমাদের দেশের ট্রেডারদের এভারেজ ডিপোজিট এর হার হচ্ছে $500 এরও নিচে।

আমরা সবাইকে বলি, আপনি সেই ব্যবসা শুরু করবেন যেই ব্যবসা আপনি বুঝেন এবং এর খুঁটিনাটি সম্পর্কে আপনি জানেন। এমন কোনও ব্যবসা যদি আপনি শুরু করেন, যেটি আপনি জানেনই না তাহলে সেই ব্যবসা থেকে প্রফিট বের করে নিয়ে আসা হবে অনেকবেশী পরিমাণ কষ্টসাধ্য কাজ। যার ফলে, ট্রেডিং এর জন্য নিজের দক্ষতার উপর আস্থা রাখুন এবং নিজ ট্রেডিং ক্যারিয়ার এর শুরুতেই Robot Trading এর থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ প্রদান করছি।

প্রতিনিয়তই অনেকধরনের বিজ্ঞাপন দেখতে পাই, এই রোবট ১০০ ভাগ প্রফিট দেয় এই রোবট কোনও লস করে না। $200 বিনিয়োগ করে রোবট এর মাধ্যমে মাসে $2000 আয় করুন। ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি। এইগুলো সম্পূর্ণরূপে ভুয়া এবং আপনার কষ্টের টাকাকে ঝুঁকিতে ফেলার একটি ফাঁদ মাত্র। একটি কথা সবসময় মনে রাখবেন, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে শতভাগ প্রফিট বলে কিছুই নেই। কেউ যদি বলে, তাহলে তার থেকে নিরাপদ দুরুত্ত বজায় রাখুন এবং নিজে যদি ট্রেড শিখতে না পারেন তাহলে ট্রেড নিয়ে আপনার আগ্রহকে “মাটিচাপা” দেয়াই হবে উত্তম। কেননা এতে করে আপনার সময় এবং কষ্টের টাকা, দুইটিই লস এর হাত থেকে রেহাই পাবে।

আজপর্যন্ত আমরা একজন ট্রেডারকে খুঁজে পাই নি যিনি Robot Trading এর মাধ্যমে নিজেকে সফল করতে পেরেছেন। যারা রোবট ট্রেডিং এর পিছনে ছুটেন, তাদের জন্য বলছি, অনুগ্রহ করে আপনি যদি কোনও রোবট ট্রেডিং সিস্টেম ব্যবহার করে সফল হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। যেটা আমাদের প্রতিমাসের ৭০,০০০ হাজার ভিজিটরদের উৎসাহ এবং প্রফিট রেশিও বৃদ্ধিতে সহায়তা করবে। আমরা কথা দিচ্ছি, আপনার শেয়ারকৃত এই ট্রেডিং অভিজ্ঞতা আমরা সবার সামনে উন্মুক্ত করবো। আপনি চাইলে নিচে কমেন্ট করে লিখতে পারেন কিংবা চাইলে আমাদের ইমেইল করেও জানাতে পারেন। ইমেইল আইডি – [email protected]


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

2 কমেন্ট

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেডিং এর জন্য লক্ষাধিক রোবট পাওয়া যায় যেগুলোর বেশীরভাগই ট্রেডারকে কিনে নিতে হয়। এই কারনে এই রোবটটি ঠিক কাজ করে কিনা আমাদের জানা নেই। কেননা, আমরা সবাইকে রোবট ট্রেডিং থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করি।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here