USDCAD টেকনিক্যাল এনালাইসিস – April 20, 2022

3
44

FXBangladesh.com – এনালাইসিসের শুরুতে চলুন USD/CAD কারেন্সি পেয়ারের ট্রেডিং চার্টটি একটু ভালো করে দেখে নেয়া যাক।

উপরের H4 টাইমফ্রেম এর চার্টে, USD/CAD কারেন্সি পেয়ারটি চার্টে বিদ্যমান ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইনকে ইতিমধ্যেই সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। আমাদের প্রকাশিত সর্বশেষ এনালাইসিসে বলেছিলাম, যদি কোনওভাবে প্রাইস এই ট্রেন্ডলাইন সাপোর্ট লেভেলটিকে 1.2587 ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে বিদ্যমান ট্রেন্ড পরিবর্তিত হবার সম্ভাবনা বেশী থাকবে।

বিদ্যমান মার্কেট পরিস্থিতিতে, প্রাইস ডাউনট্রেন্ড শুরু করেছে সুতরাং, কোনও ধরনের Buy এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। যারা ব্রেকআউট হিসাবে Sell এন্ট্রি গ্রহন করেছেন সেই এন্ট্রিকে ধরে রাখার পরামর্শ থাকছে।

ট্রেডিং পরামর্শ –

  • H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • ব্রেকআউট হিসাবে Sell এন্ট্রি গ্রহন করা যেতে পারে এবং প্রাইস যতক্ষণ পর্যন্ত 1.2643 প্রাইস লেভেলের নিচে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ডাউনট্রেন্ড সক্রিয় থাকবে।
  • Sell এন্ট্রির জন্য স্টপলস লেভেল হচ্ছে 1.2643 এর উপরে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

3 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here