Forex Channel- ফরেক্স চ্যানেল কি?

0
3179
Forex Channel

Forex Channel- আমরা যদি ট্রেন্ডলাইন থিওরিকে আর একটু এগিয়ে নিয়ে যাই এবং একটি সমান্তরাল (parallel) লাইন অংকন করি যেটা আপট্রেন্ড অথবা ডাউনট্রেন্ড এর দিক নির্দেশ করে তাহলে আমরা একটি চ্যানেল (channel) পেয়ে যাবো।

– ভিডিও টিউটোরিয়াল –

ফরেক্স ট্রেডের অন্যান্য টেকনিক্যাল এনালাইসিসের মতই Forex Channel, একটি ভালো বাই (buy) অথবা সেল (sell) এর এন্ট্রি নির্দেশ করে থাকে। চ্যানেলের বোটম এবং টপ একটি নির্দিষ্ট এরিয়ার সাপোর্ট এবং রেসিস্টেন্স কে নির্দেশ করে থাকে।

একটি আপ চ্যানেল (ascending) আঁকার জন্য, আপট্রেন্ডের দিকে একটি সমান্তরাল লাইন আঁকুন এবং লাইনটি সরিয়ে যেখানে সবচেয়ে বেশী বিন্দু টাচ করে সেখানে পজিশন করুন।

একটি ডাউন চ্যানেল (descending) আঁকার জন্য, ডাউনট্রেন্ডের দিকে একটি সমান্তরাল লাইন আঁকুন এবং লাইনটি সরিয়ে যেখানে সবচেয়ে বেশী বিন্দু টাচ করে সেখানে পজিশন করুন।

যখন প্রাইস বোটম ট্রেন্ডলাইনকে স্পর্শ করবে, তখন এটি একটি বাই (buy) এন্ট্রি নির্দেশ করবে।
যখন প্রাইস আপ ট্রেন্ডলাইনকে স্পর্শ করবে, তখন এটি একটি সেল (sell) এন্ট্রি নির্দেশ করবে।

আরও কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল যা আপনার ট্রেড করতে সহায়তা করবেঃ

Forex Channel এর প্রকারভেদ

ফরেক্স চার্টে তিন ধরনের চ্যানেল পাওয়া যায়ঃ

১. আপ চ্যানেল-Ascending channel (higher highs and higher lows)
২. ডাউন চ্যানেল-Descending channel (lower highs and lower lows)
৩. সমতল চ্যানেল-Horizontal channel (ranging)

Forex Channel অংকন করার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাঃ

  • যখন আপনি কোনও চ্যানেল অংকন করার চেষ্টা করবেন, দুইটি ট্রেন্ডলাইনকে পরস্পর সমান্তরাল হতে হবে।
  • সাধারণত, বোটম চ্যানেল বাই (buy) এবং টপ চ্যানেল (sell) জোন নির্দেশ করে।
  • জোড় করে কোনও চ্যানেল আঁকতে যাবেন না। যদি আপনি জোড় করে কোনও চ্যানেল আঁকার চেষ্টা করেন তাহলে সেটা সঠিক নাও হতে পারে এবং এটি আপনার জন্য একটি লসের কারণও হতে পারে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here