বিভিন্ন ধরণের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং আশা করি আপনাদের মনে আছে বিষয়গুলো। আমরা আগের লেকচারগুলোতে যেইসব কেন্ডেলস্টিক প্যাটার্ন শিখেছিলাম আজকে আমরা এই প্যাটার্নগুলো কিভাবে ট্রেডে ব্যাবহার করা যায় সে বিষয়ে শিখবো।
আর্টিকেলটি শুরু করার আগে, আপনাদের কিছু বিষয় সম্পর্কে আবারও মনে করিয়ে দিতে চাই –
- ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনি যদি কোনও বাই/Buy কিংবা কোনও সেল/Sell সিগন্যাল দেখতে পান এর অর্থ এই নয় যে, এটি হবেই। একটি কথা মনে রাখবেন, ফরেক্স মার্কেট হচ্ছে সম্পূর্ণভাবে সম্ভাবনা এর উপর ভিত্তি করে পরিচালিত হয়। এখানে নিশ্চায়তা বলতে কিছু নেই এবং কেউই আপনাকে প্রাইস মুভমেন্ট এর কোনও ধরণের নিশ্চায়তা প্রদান করতে পারবে না।
সাপোর্ট রেসিস্টেন্স এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবচেয়ে বেশী পরিমাণ ব্যাবহার করা হয়, সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেলে যেয়ে। আমরা আগেই জেনেছি সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল সম্পর্কে। এই লেভেলগুলো মুলত মার্কেট প্রাইসের ট্রেন্ড কোন দিকে যেতে পারে সে সম্পর্কে ধারণা প্রদান করে থাকে।
সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল সম্পর্কে চাইলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।
যেমন, যদি প্রাইস কোনও মেজর রেসিস্টেন্স লেভেলেকে ভাঙতে সক্ষম হয় তাহলে আমরা ধরে নিতে পারি প্রাইস আরও বাই/Buy এর দিকে যাবে। অন্যদিকে, সাপোর্ট লেভেলে হচ্ছে ঠিক এর বিপরীত।
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেডারকে এই সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেলে যেয়ে প্রাইস কোন দিকে মুভ করতে পারে তার সম্যক ধারণা প্রদান করে থাকে। অর্থাৎ, ট্রেডার এই প্যাটার্ন থেকে মার্কেটের লং কিংবা শর্ট পজিশন এর উপর ভিত্তি করে প্রাইস একশনের ভবিষ্যৎ সম্পর্কে তথ্য পেতে পারেন।
চলুন, আমরা কিছু উদাহরণ দেখে নেই-
নিচের চিত্রটির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, আমরা চিত্রে একটি কারেন্সি পেয়ারের 1.4900 প্রাইসে একটি রেসিস্টেন্স লেভেল দেখতে পাচ্ছি।
আপনি এখন একটি এন্ট্রি নেয়ার চিন্তা করছেন কিন্তু বাই/Buy নিবেন নাকি সেল/Sell নিবেন সেটা বুঝতে পারছেন না। এখন কি করবেন ?

দুইটি ক্যান্ডেল পর, আপনি দেখতে পেলেন একটি Three Inside Down প্যাটার্ন যা একটি শক্তিশালী ডাউনট্রেন্ড নির্দেশ করে থাকে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গঠন অনুযায়ী আপনি একটি শর্ট পজিশন/Sell এন্ট্রি নিলেন।
আমরা জানি আপনি কোনও ঝুঁকি নিয়ে ট্রেড করেন না! তাই আপনি এন্ট্রি নেয়ার সময় রেসিস্টেন্স লেভেলের উপরে Stop Loss এন্ট্রিও বসিয়ে রেখেছেন।

যেহেতু আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সমুহ সম্পর্কে খুব ভালো জানেন এবং ঝুঁকির কথাও মাথায় রেখেছেন তাই, এবার আপনার কাজ হচ্ছে ধৈর্য নিয়ে অপেক্ষা করা……..

Boom! প্রাইস আমাদের আশা অনুযায়ী নেমে এসেছে! ভালো একটি এন্ট্রি আমরা নিয়েছিলাম যার ফলে দিন শেষে আমাদের পকেটে এসেছে বেশ কিছু প্রফিট এর অর্থ। এখন প্রশ্ন থাকতে পারে, “ আমি কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট কিংবা রেসিস্টেন্স এর সাথে ট্রেড করবো? আমি যদি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করি তাহলে তো আরও অনেক বেশী পরিমাণ ট্রেন্ড সিগন্যাল পেতে পারি! “
চলুন, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করা যাক। আমরা কিছুক্ষণ আগে যেই চার্টে এন্ট্রি নিয়েছিলাম সেই চার্টেই আমরা এবার শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর উপর ভিত্তি করে এন্ট্রি নিবো। দেখি কি হয়!

আপনি যদি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেডে এন্ট্রি নেন তাহলে আপনার দিনটাই যাবে খারাপ! দিন শেষে দোষ দিবেন, ফরেক্স মার্কেটকে! ট্রেডে, আমাদের কাজ হচ্ছে প্রফিট করা এবং ঝুঁকি কমিয়ে নিয়ে আসা। কেন্ডেলস্টিক প্যাটার্ন যদি সাপোর্ট কিংবা রেসিস্টেন্স এর সাথে মিলিয়ে ট্রেড করে প্রফিট করা যায় তাহলে ভাই আমি শুধু শুধু এত বেশী ঝুঁকি নিয়ে কেন ট্রেড করবো?





















































this is very helpfully myself article