Fibonacci retracement এবং জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন

0
1194
Fibonacci with Japanese Candlestick
Fibonacci with Japanese Candlestick Pattern

Fibonacci with Japanese Candlestick – আমরা ইতিমধ্যেই আপনাদের সাথে সাপোর্ট-রেসিস্টেন্স এবং ট্রেন্ড লাইন এর সাথে কিভাবে fibonacci retracement লেভেল ব্যাবহার করবেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছি।

আজকের আলোচ্য বিষয় হচ্ছে, কিভাবে আপনি জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর সাথে এই Fib লেভেল মিলিয়ে কোনও ট্রেডে এন্ট্রি নিবেন।

নিচের উদাহরণটি একটু ভালো করে লক্ষ্য করুন- এটি EUR/USD কারেন্সি পেয়ারের একটি H1 টাইমফ্রেম এর চার্ট।

1hr Chart of EURUSD wih Fibonacci Retracement

চার্ট দেখে আপনি বুঝতেই পারছেন মার্কেট একটি শক্তিশালী ডাউনট্রেন্ড এর মধ্যে রয়েছে কিন্তু হয়তো অল্প কিছু সময়ের জন্য প্রাইস আরও নিচে না যেয়ে একটু থেমে আছে।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এখন একটি সেল/Sell এন্ট্রি নিবো? আমরা জানি আপনি একজন স্মার্ট ট্রেডার! আপনি এখন আমরা ট্রেডিং টুল বক্স থেকে Fibonacci Retracement টুলটি ব্যাবহার করবেন এবং দেখবেন কোথায় আমরা এন্ট্রি নিতে পারি!

Fibonacci এর সুত্র অনুযায়ী, আমরা মার্কেট প্রাইসের সর্বশেষ Swing High = 1.3364 এবং Swing Low = 1.2523 নির্ধারণ করে Fibonacci লাইন অংকন করলাম।

এখানে বলে রাখা ভালো, আমাদের এই swing high পয়েন্ট ছিল, March 3 এবং swing high ছিল March 6 তারিখে। আজ শুক্রবার! সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম এই সপ্তাহে আর এন্ট্রি গ্রহন করবো না যেহেতু কিছুক্ষণ পরই ফরেক্স মার্কেট সাপ্তাহিক বন্ধ হয়ে যাবে। তাই আমরা পরবর্তী সপ্তাহে মার্কেট শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম।

নতুন সপ্তাহে মার্কেট শুরু হওয়ার পরে যখন আপনি চার্ট ওপেন করলেন, দেখতে পেলেন- EUR/USD কারেন্সি পেয়ার একটি শক্তিশালী বুল্লিশ/Buy পজিশনে আছে।

দেখেলেন প্রাইস, 50.0% লেভেলের মধ্যে কিছুক্ষণ থেকে আবার উপরে উঠা শুরু করেছে। আপনি চিন্তা করলেন, একটু অপেক্ষা করা যাক! দেখি প্রাইস 61.8% লেভেল থেকে বাউন্স করে ফিরে আসে কিনা?

fibonacci লেভেল এর কাছে এসে প্রাইস প্রথমে আরও একটি শক্তিশালী বাই/Buy কেন্ডেল তৈরি করে এবং আপনার দেখে মনে হচ্ছে, প্রাইস আরও উপরে উঠে যাবে!

Doji Candlestick pattern forms in fibonacci retracement 61.8 level

আপনি কি লক্ষ্য করেছেন, 61.8% লেভেলের কাছে এসে প্রাইস একটি DOJI কেন্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে! আপনি যদি আমাদের “জাপানিজ কেন্ডেলস্টিক প্যাটার্ন” এর আর্টিকেলগুলো ভালো করে বুঝেন তাহলে আশা করি বুঝতে কোনও সমস্যা হবে না এখন।

কি মনে হচ্ছে, প্রাইসকি আরও উপরে যাবে নাকি নিচে নেমে আসবে? Fibonacci retracement লেভেল 61.8% রেসিস্টেন্স থেকে কি প্রাইস আরও নিচে নেমে যাবে?

হতেই পারে! কারণ আপনার কিংবা আমার মতন আরও ট্রেডাররা এই লেভেলে তাদের দৃষ্টি রাখছেন।

তাহলে এখন কি আমরা একটি সেল/sell এন্ট্রি নিবো? প্রাইস যে আমাদের ধরনা মোতাবেকই নিচে নেমে যাবে সেটা আশা করা যাবে না (এই জন্যই রিস্ক ম্যানেজমেন্ট অনেক বেশী গুরুত্বপূর্ণ) কিন্তু তারপরও প্রাইস এই লেভেল থেকে বাউন্স করে নিচে নেমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী।

দেখুন এবার কি হল?

Fibonacci Retracement level 61.8 hold as a resistance and price shoot down

বুঝতেই পারছেন নিশ্চয়, আপনি যদি 61.8% লেভেল যখন একটি DOJI প্যাটার্ন হয়েছিল তখন যদি একটি সেল/sell এন্ট্রি নিতাম তাহলে কি পরিমাণ প্রফিট করতে পারতাম?

doji প্যাটার্ন গঠন করার পর, প্রাইস কিছু সময়ের জন্য থেমে ছিল তারপরই প্রায় ৫০০ পিপ্স নিচে নেমে এসেছে। এন্ট্রি নিলে হয়তোবা এটি আমাদের Best Entry হতো!

যখনই প্রাইস এই ধরনের শক্তিশালী কোনও Fib লেভেলে পৌছায়, এই লেভেল বেশী এন্ট্রি হবার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। কারণ শুধু আমরাই তো আর ট্রেড করছি না, তাই না!

মেজর কোনও রেসিস্টেন্স কিংবা সাপোর্ট লেভেল এর কাছাকাছি এসে যদি কোনও ধরনের Doji কিংবা অন্য কোনও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠিত হয় তাহলে এটি একটি শক্তিশালী বাউন্স ট্রেড এর নির্দেশনা প্রদান করে থাকে।

অর্থাৎ, বুঝতেই পারছেন  কেন্ডেলস্টিক প্যাটার্ন, Fibonacci retracement লেভেল এর সাথে কিভাবে ট্রেডারকে একটি সম্ভাব্য ট্রেন্ড সিগন্যাল প্রদান করে থাকে!


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here