Fibonacci কি? কিভাবে Fibonacci দিয়ে ট্রেড করবেন?

6
3935
Fibonacci
Fibonacci কি এবং এর ইতিহাস:

Fibonacci ছিলেন পশ্চিমের একজন অন্যতম সেরা গণিতবিদ/Mathematician । তিনি ১১শ শতাব্দীতে ইতালীর পিসা (Pisa, Italy) শহরে জন্মগ্রহন করেছিলেন । ১৩০০ শতাব্দীর এই বিখ্যাত গণিতবিদ আবিস্কার করেন এবং এই তত্ত্ব প্রদান করেন যে, পৃথিবীতে যা কিছুই রয়েছে সব কিছুই একটু রেশিও তে সৃষ্টি করা হয়েছে । তিনি গণনার ক্ষেত্রে একটি পদ্ধতি প্রদান করেন, যেটি Fibonacci Sequence নামে পরিচিত এবং গণনার ক্ষেত্রে সর্বস্তরে স্বীকৃতি পায়, বহুল প্রচলিত হয়।

Forex এ Fibonacci’র ব্যবহার: 

Fibonacci একটি নিখুত গণনাকারী গাণিতিক পদ্ধতি বলে, Forex Analyst রা এই গাণিতিক পদ্ধতিটিকে Forex Platform এ ব্যবহার করার জন্য “Fibonacci Retracement” নামে একটি Tools তৈরি করে । “Fibonacci Retracement” indicator/tools টি Forex মার্কেটে সর্বাধিক ব্যবহৃত হয় । কারণ মার্কেটের Trend বোঝার ক্ষেত্রে বা Trending Market-এ এই indicator টি খুব ভাল কাজ করে ।

এখন কথা হচ্ছে, আপনি এই Indicator/Tools টিকে কিভাবে ব্যবহার করবেন । Fibonacci জানার পূর্বে এর সংগে আনুষঙ্গিক আরও কিছু জানা প্রয়োজন। যেমন- Trend কি, Swing High থেকে Swing Low Candle, Retracement Point কোথায় ! ধরে নিচ্ছি, আপনি একজন Intermediate Level এর Trader এবং এগুলো আপনার জানা রয়েছে, আর যদি নাও জেনে থাকেন, তাহলে এইগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে ।

Fibonacci কিভাবে ব্যবহার করবেন?

সাধারণত “Fibonacci Retracement” এর কিছু নির্দিষ্ট Golden Ration Level রয়েছে, যেগুলোকে Retracement Level ও Extension Level বলে, অনেক একে Pivot Point ও বলে থাকেন । 23.6%, 38.2%, 50.0%, 61.8% এগুলো হচ্ছে Retracement Level, এবং 100.0%, 127.2%, 161.8% এগুলো হচ্ছে Fibonacci Extension Level ।

যখন আপনি Fibonacci আঁকবেন, তখন এই লাইন বা লেভেল গুলো দেখতে পারবেন এবং এই লেভেলগুলোর সাথেই আপনাকে পূর্বের Candle Stracture তুলনা করে একটি Support/Resistance লেভেল বের করতে হবে। আগেই বলে রাখা ভাল, যে অনেকে অনেক ভাবে এই Fibonacci Retracement টিকে ব্যবহার করে। কিন্তু অনেকেই একে ভুল ভাবে ব্যবহার করে, কে ভুল ব্যবহার করছে এটা বলে আমি কোন ঝামেলা তৈরি করতে চাই না ।

আমরা যেভাবে একে ব্যবহার করছি, আপনাকেও সেই একই পদ্ধতিটাই বলছি । যদি সেটা আপনার Trading এর ধরনের সাথে মিলে যায়, আপনিও তা Follow করতে পারেন ।


একটি Honest Advice দিতে চাই, সব সময় মার্কেটর ট্রেন্ড এর সাথে ট্রেড করবেন, আর ট্রেন্ডের সাথে যদি যেতে না পারেন, তবে এর বিপরীতে গিয়ে কখনও ট্রেড করবেন না, তাতে আপনার মূল্যবান পুঁজি গুলো হারানোর সম্ভাবনাই বেশি। Fibonacci হচ্ছে আসলে মার্কেটের ট্রেন্ডকে পরিমাপের ক্ষেত্রে ব্যবহারের জন্য।

মার্কেট যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকে তাহলে কি করে বুঝবেন, যে মার্কেট কতদূর পর্যন্ত যাবে! আসলে ফরেক্স মার্কেটে কোন কিছু একদম নিশ্চিত ভাবে করা যায় না কিন্তু একটি আনুমানিক ধারনা করা যায় । এই মার্কেটে ১০০% নিশ্চিত বলতে কিছু নেই । তবুও আপনার ট্রেডকে যতটা Risk মুক্ত রাখা যায়, সেজন্য বেশি বেশি Candle Study করতে হবে ।

প্রফেশনাল ট্রেডার কিভাবে Fibonacci ব্যবহার করেন?

Professional ট্রেডাররা Fibonacci কে মূলত দুইটি ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকে, ১. মার্কেট Entry Point নির্ধারণের জন্য ও ২. Take Profit বসানোর জন্য। Fibonacci আঁকার পূর্বে আপানাকে প্রথমে মার্কেট কোন ট্রেন্ডের দিকে যাচ্ছে সেটিকে নিশ্চিত করতে হবে।

কারণ মার্কেট যেদিকে যাচ্ছে, আপনাকেও সেদিকেই Fibonacci আঁকতে হবে, যদি মার্কেট আপট্রেন্ড হয় তাহলে Swing High Candle থেকে Swing Low Candle এর দিকে Fibonachi টানতে হবে, আর যদি মার্কেট ডাউনট্রেন্ড হয় তাহলে Swing Low Candle থেকে Swing High Candle এর দিকে টানতে হবে, কিন্তু আমরা অনেকই এর উল্টোটি করি।

খেয়াল করে দেখবেন, মার্কেট যখন ট্রেন্ডে চলতে থাকে তখন সে অনেকটা সময় একদিকে যেতে যেতে হঠাৎ একটা Reverse করে উল্টো দিকে যাওয়া শুরু করে। আমরা অনেক ট্রেডারই তখন মার্কেটে Entry নিয়ে নেই, এখান থেকে আমরা ছোট একটা Profit পেলেও আসলে বড় একটি Profit করার সুযোগ হারাই । কারণ দেখবেন মার্কেট কোন একজাগায় বাঁধা পেয়ে সে আবার তার ট্রেন্ডের দিকেই যেতে শুরু করে।

আর প্রফেশনাল ট্রেডাররা সেসব জায়গাতে মার্কেটে এন্ট্রি নেন এবং মার্কেটকে একটি Extension Level পর্যন্ত অপেক্ষা করেন। আপনি যদি উপরের ছবিটিকে একটি Candlestick Chart মনে করেন তাহলে দেখতে পাবেন, এখানে এই ঘটনাগুলোই ঘটেছে । মার্কেট P1 থেকে শুরু হয়ে, P2 গিয়ে কিছুটা Reverse/Retrance করে P3 তে এসেছে, তারপর আবার সেখান থেকে তার ট্রেন্ডের দিকে গিয়েছে।

আপনি যদি Real Chart-এ P2 পয়েন্ট এর Swing High/Swing Low থেকে P1 পয়েন্ট পর্যন্ত Fibonacci টানেন তাহলে দেখবেন “Fibonachi Retracement” লেভেল 23.6%, 38.2%, 50.0%, 61.8% এর যেকোনো একটিতে P3 পয়েন্টি বাঁধা পেয়ে “Fibonacci Extension” লেভেল 100.0%, 127.2%, 161.8% এর একটিতে P4 পয়েন্টি গিয়ে স্পর্শ করেছে ।

এভাবেই আপনাকে Fibonacci দিয়ে আপনাকে মার্কেটে এন্ট্রি এবং এক্সিট এর জায়গা নির্ধারণ করতে হবে। মার্কেট যে, সব সময় একই জায়গা থেকে Retrace করবে এই ধারনাটি ভুল। অনেকই Fibonacci’র 50.0%, 61.8% লেভেলকে এন্ট্রি নেয়ার আদর্শ জায়গা মনে করেন, কিন্তু সব সময় তা এক রকম ঘটে না । তাই এজন্য আপনাকে এর সংগে আনুষঙ্গিক আরও অনেক বিষয়ের উপরে নজর রাখতে হবে। বেশি বেশি Chart কে Study করবেন এবং যতটা সম্ভব কম ঝুঁকি নিয়ে Trade করবেন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

6 কমেন্ট

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি বিষয়গুলোকে ক্রমানুসারে উপস্থাপনের। এটির কাজ চলমান। আশা করছি এই সংক্রান্ত আপডেট আমাদের ট্রেনিং পোর্টালে পেয়ে যাবেন। https://fxbd.co/training

  1. আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ।
    Fibonacci অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাথমিকভাবে একে একটু জটিল মনে হলেও যদি আপনি এটি ট্রেডে ব্যাবহার করতে পারেন তাহলে আর কোনও ধরনের সমস্যাই হবে না। আমরা খুব শিগ্রই Fibonacci নিয়ে কিছু প্রয়োজনীয় আর্টিকেল প্রকাশ করবো যেখানে এটি অন্যান্য Indicator, Support Resistence এবং চার্ট প্যাটার্ন এর সাথে কিভাবে ব্যাবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত দেয়া থাকবে।

    অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ এ চোখ রাখুন। https://www.facebook.com/fxbangladesh.bd/

  2. ami joto toku jani fibonacci uptreand er jonno swing low theke swing high porkonto fibo tante hoy, ar downtrend er jonno swing high theke swing low fibo tante hoy…
    please fibonacci niye clearly 1ti article diben please kenona forex market fibonacci khb proyjonio…

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here