Leading এবং Lagging ইন্ডিকেটর এর পার্থক্য

2
1658
Indicator Types

আমরা ইতিমধ্যেই আপনাদের সাথে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর নিয়ে আলোচনা করেছি যা আপনাকে মার্কেটের ট্রেন্ডিং অবস্থা কিংবা রেঞ্জিং অবস্থায় ট্রেড করতে সহায়তা করে থাকে।

আগেই বলেছি, আমরা আপনাকে ফরেক্স মার্কেটের সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত শিখাব।

আমাদের আজকের আর্টিকেলে, আমরা ফরেক্স ট্রেড করার জন্য বিভিন্ন ধরনের চার্ট ইন্ডিকেটর নিয়ে আলোচনা করবো। ফরেক্স ট্রেড করার জন্য, প্রচুর পরিমাণ ইন্ডিকেটর রয়েছে যা একজন ট্রেডারকে একটি ভালো ট্রেডে এন্ট্রি নিতে সহায়তা করে থাকে।

এখন প্রশ্ন হচ্ছে, সব ইন্ডিকেটর তো আর সব ধরনের মার্কেট ট্রেন্ডে কাজ করে না! তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনার ট্রেড এর জন্য কোন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করা উচিৎ! এই পশ্নের উত্তর দেয়ার জন্যই আমাদের আজকের আর্টিকেল।

সবার শুরুতে আপনাকে বুঝতে হবে ইন্ডিকেটর এর ধরণ সম্পর্কে- কাজের প্রণালী এর উপর ভিত্তি করে আমরা ইন্ডিকেটরকে দুই ভাগে ভাগ করতে পারি- একটি হচ্ছে leading ইন্ডিকেটর এবং অন্যটি হচ্ছে lagging ইন্ডিকেটর ।

leading ইন্ডিকেটর ঃ এই ধরনের ইন্ডিকেটরগুলো, মার্কেটে নতুন কোনও ট্রেন্ড শুরু হবার আগেই ট্রেডারকে সিগন্যাল প্রদান করে থাকে। অর্থাৎ, এই ধরনের ইন্ডিকেটর আপনাকে আগে থেকেই প্রাইসের গতিবিধি সম্পর্কে সিগন্যাল প্রদান করে দিবে।

Leading Indicator

ধরুন, প্রাইস এখন একটি আপট্রেন্ডে রয়েছে। সুতরাং যখন প্রাইস তার এই ট্রেন্ড পরিবর্তন করে ডাউনট্রেন্ডের দিকে মুভ করবে তার আগেই আপনি ট্রেন্ড পরিবর্তিত হবার সিগন্যাল পেয়ে যাবেন।

lagging ইন্ডিকেটরঃ এই ধরনের ইন্ডিকেটরগুলো, ট্রেন্ড পরিবর্তিত হবার পরে ট্রেডারকে নির্দেশনা প্রদান করে থাকে। যখন প্রাইস নতুন একটি ট্রেন্ড গঠন করে ফেলে তখন, ট্রেডার এটির মাধ্যমে বুঝতে পারেন এবং সে অনুযায়ী ট্রেডে এন্ট্রি নিয়ে থাকেন।Leading Indicator vs Lagging Indicator

আপনি হয়তোবা এখন মনে করছেন, তাহলে তো আমার জন্য leading ইন্ডিকেটরই ভালো! আগে থেকেই যদি মার্কেট ট্রেন্ড বুঝতে পারা যায় তাহলে তো প্রফিট করার কোনও ঘটনাই না!

আপনার চিন্তা একদম মিথ্যা নয়।

আপনি যদি সবসময়ই ট্রেন্ড তৈরি হবার পূর্বেই সেটি সম্পর্কে বুঝতে পারেন এবং leading ইন্ডিকেটরও যদি সবসময় আপনাকে সঠিক ট্রেন্ড সম্পর্কে সঠিক ধারণা প্রদান করতে পারে তাহলে অবশ্যই আপনি ভালো প্রফিট করে নিতে পারবেন।

কিন্তু বিষয়টি এতটাও সহজ নয়! সবসময় লিন্ডিং-ইন্ডিকেটর সঠিকভাবে মার্কেট ট্রেন্ড এর ধারণা প্রদান করতে পারে না। আপনি যখন এই ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করবেন তখন প্রচুর Fake সিগন্যাল দেখত পাবেন।

অন্যদিকে, Lagging ইন্ডিকেটর – আপনাকে তখনই সিগন্যাল দিবে যখন প্রাইস নতুন একটি ট্রেন্ড গঠন করে ফেলবে। এই ধরনের ইন্ডিকেটর এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- আপনি এন্ট্রি পজিশন নিতে একটু সময় লেগে যায়। অর্থাৎ, নতুন ট্রেন্ড শুরু হবার পরে আপনি ট্রেডে এন্ট্রি গ্রহন করবেন।

নতুন ট্রেন্ড তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশী পরিমাণ প্রফিট পাওয়া যায় প্রথমদিকের কিছু ক্যান্ডেলে। লেগিং ইন্ডিকেটর ব্যবহার করার ফলে আপনি মার্কেটের এই প্রথম দিকের ক্যান্ডেলগুলোর প্রফিট হারাতে পারেন।

আজকের আর্টিকেলটি প্রকাশের পিছনে প্রধান কারণ হচ্ছে- ফরেক্স ট্রেড করার জন্য যেসব ইন্ডিকেটর রয়েছে তাদের কাজের ভিন্নতা সম্পর্কে ভালো করে জানা। এবং এই ভিন্নতা অনুযায়ী আমরা সকল ইন্ডিকেটরকে দুই ভাগে ভাগ করতে পারি-

  1. Leading Indicator/ Oscillators
  2. Lagging Indicator, Trend Following কিংবা Momentum Indicator

আপনি যেহেতু আমাদের এই আর্টিকেলটি পড়েছেন, আমরা ধরে নিতে পারি আপনি এখন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর এর কার্যপ্রণালী সম্পর্কে বুঝতে পারবেন অর্থাৎ, কোন ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড তৈরি হবার শুরুতে সিগন্যাল দেয় এবং কোনগুলো নতুন ট্রেন্ড তৈরি হবার পর সিগন্যাল দেয়!

টেকনিক্যাল এনালসিস করার জন্য ইন্ডিকেটরের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এ জাতীয় আরও গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইন্ডিকেটর সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্যাদি সম্পর্কে জানার জন্য অনুগ্রহ করে আমাদের বিশেষায়িত ট্রেনিং পোর্টালের ইন্ডিকেটর ট্রেনিং কোর্সে অংশ নিয়ে জেনে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here