Commitment of Traders (COT) রিপোর্ট কি?

3
802
COT Report
COT Report

COT Report

COT Report- Commodity Futures Trading Commission সংক্ষেপে CFTC, প্রতি শুক্রবার রাত ১২ টা (বাংলাদেশ সময়) এই Commitment of Traders Report প্রকাশ করে থাকে। COT Report, মার্কেটে অবস্থানকারী দুই ধরণের ট্রেডারদের (১. যারা খুব বেশী ঝুকি নিয়ে ট্রেড করে ২. বাণিজ্যিকভাবে যারা ট্রেড করে) গৃহীত ট্রেডের উপর ভিত্তি করে net long কিংবা net short পজিশনের পরিমাপ করে থাকে। এই রিপোর্ট, ফরেক্স মার্কেট যাচাই কিংবা যদি বলি বিশ্লেষণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Forex Players in the Commitment of Traders Report

পরবর্তীতে আমরা এই দুই ধরণের ট্রেডারদের নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। এদের মধ্যে রয়েছে hedgers, large speculators এবং retail traders

এই ধরণের ট্রেডারদের আবার নিজস্ব কিছু ভুমিকা রয়েছে। আপনি যদি মার্কেটে এদের আচরণ সম্পর্কে বুঝতে পারেন তাহলে মার্কেটের অবস্থান সম্পর্কেও ভালো ধারণা পাবেন।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, “FX futures market এর তথ্য আপনি কেন Spot Forex মার্কেটে ব্যবহার রবেন?”

“Spot Forex মার্কেটের এই ধরণের কোনও তথ্য নেই যার উপর ভিত্তি করে কারেন্সি ট্রেডের উপর ট্রেডারদের পজিশন সম্পর্কে পরিমাপ করা যায়?”

একটি বিষয় মনে রাখবেন, Spot Forex যেহেতু ট্রেড হয় over-the-counter (OTC) পদ্ধতি এর মাধ্যমে সুতরাং, এর লেনদেনের কোনও ধরণের কেন্দ্রীয় বিনিময় ব্যবস্থা নেই। অনেকটা Chicago Mercantile Exchange এর মতন।

এখন আপনি যদি, মার্কেটে অংশগ্রহণকারী কিছু বড় বড় ট্রেডারদের অবস্থান সম্পর্কে জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই বড় বড় ট্রেডাররা তাদের বিনিয়োগ, এক পজিশন থেকে অন্য পজিশনের দিকে কিভাবে নিয়ে যান।

এই তথ্য সম্পর্কে ধারণা দেয়ার জন্যই রয়েছে . . . . . . . . .

The Commitment of Traders report from the futures market.

একজন স্পট-ফরেক্স ট্রেডার হিসাবে, আপনি কিভাবে এই COT Report ব্যাবহার করবেন সে সম্পর্কে জানার আগে আমাদের আগে জানতে হবে আমরা কিভাবে থেকে এই COT Report পাবো এবং কিভাবে এই রিপোর্ট বুঝবো।

 


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

3 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here