মার্কেট সেন্টিমেন্ট কি?

0
659
Market Sentiment
Market Sentiment

মার্কেটের অবস্থা সম্পর্কে আপনার কি মনে হচ্ছে?

প্রত্যেক ফরেক্স ট্রেডার, তাদের নিজেরদের মতন করে করে মার্কেট এর সামগ্রিক অবস্থান সম্পর্কে বিচার-বিশ্লেষণ করে থাকেন।কেউ থাকেন প্রাইসের ঊর্ধ্বমুখী অবস্থানে কিংবা কেউ থাকেন প্রাইসের নিম্নমুখী অবস্থানে। এক কথায় বুল্লিশ কিংবা বেয়ারিশ মার্কেট।

এখানে বুল্লিশ হচ্ছে = মার্কেটের ঊর্ধ্বমুখী অবস্থান

এবং বেয়ারিশ হচ্ছে = মার্কেটের নিম্নমুখী অবস্থান।

প্রাইসের এই মুভমেন্ট এর বিপরীতে প্রত্যেক ট্রেডার এরই নিজ নিজ ব্যাখ্যা থাকে। ট্রেড করার সময় এই ব্যাখ্যা এর উপর ভিত্তি করেই ট্রেডার কোনও এন্ট্রি গ্রহন করে থাকেন। কিন্তু মাঝে মাঝে এমন হয়, ভালো বিচার-বিশ্লেষণ করে এন্ট্রি নেয়ার পরও প্রাইস আপনার প্রত্যাশিত দিকে মুভ করে না। তখন আপনাকে কিছু লস এর সম্মুখীন হতে হয়।

দক্ষ ফরেক্স ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই মার্কেটের এই আচরণ, মার্কেটের অন্যান্য ট্রেডার এর মতামত সম্পর্কে জানতে এবং বুঝতে হবে। মার্কেট সম্পর্কে বিচার-বিশ্লেষণ করার জন্য ট্রেডার যেধরণের চিন্তা ভাবনা করে থাকেন এগুলো একসঙ্গে বলা হয় Market Sentiment

মার্কেট প্রাইস যে দিকেই থাক না কেন, সেদিকে কেন যাচ্ছে কিংবা আরও কতটুকু যেতে পারে এই সম্পর্কে আপনার নিজের ধারণাই হচ্ছে Market Sentiment।

Market Sentiment এর কিছু কৌশল

একজন ফরেক্স ট্রেডার হিসাবে আপনাকে সবসময়ই মার্কেট কোন দিকে যেতে পারে সে সম্পর্কে ধারণা করতে হবে। মনে রাখবেন, মার্কেট সেন্টিমেন্ট এর ভালো ধারণা থাকলেই যে আপনি একটি ভালো এন্ট্রি নিতে পারবেন কিংবা ট্রেড থেকে বের হয়ে যেতে পারবেন সেটা মনে করলে, ভুল করছেন!

সেন্টিমেন্ট কৌশল, আপনাকে মার্কেট ট্রেন্ড বুঝতে সহায়তা করবে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আপনি কি ট্রেন্ডের সাথেই আছেন নাকি স্রোতের প্রতিকূলে থেকে নৌকা ভাসাচ্ছেন!

সেন্টিমেন্ট কৌশল নির্ধারণের জন্য অবশ্যই আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এর সহায়তাও নিতে হবে। এই সবকিছুই মিলিয়ে আপনি নিজের মতন করে মার্কেটের অবস্থান সম্পর্কে ধারণা করতে পারবেন।

সাধারণত শেয়ার বাজারে স্টক ট্রেড করার ক্ষেত্রে, ট্রেডাররা স্টকের ভলিউম সম্পর্কে ধারণা করে মার্কেটে ওই স্টকের অবস্থান সম্পর্কে বুঝতে পারেন। যেমন ধরুন, যদি কোনও স্টকের প্রাইস ক্রমান্বয়ে বাড়তে থাকে কিন্তু এর লট/ভলিউম এর পরিমাণ কম থাকে তাহলে বুঝতে হবে মার্কেট Overbought পজিশনে চলে গিয়েছে অর্থাৎ এটি একটা সুন্দর সেল সিগন্যাল প্রদান করে।

অন্যদিকে যদি কোনও স্টকের প্রাইস হঠাৎ করেই বিপরীতমুখী হয়ে যায় তখন এটি স্টক প্রাইসের ট্রেন্ড পরিবর্তন হচ্ছে এই অবস্থা প্রকাশ করে থাকে। এখন সমস্যা হচ্ছে, ফরেক্স ট্রেডে কোনও কারেন্সি পেয়ারের টোটাল কি পরিমাণ ভলিউমে ট্রেড হয়েছে কিংবা হচ্ছে সেটা বোঝার কোনও উপায় নেই। কারন এই ফরেক্স মার্কেট কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় না যার ফলে কার পক্ষেই ধারণা করা সম্ভব নয় যেমন EUR/USD কারেন্সি পেয়ারে আজকে সারাদিনে কত লটের ট্রেড হয়েছে।

আয় হায় তাহলে! কিভাবে বুঝবো?

যদি সম্পূর্ণ ভলিউম এর পরিমাণ বের করতে না পারি তাহলে মার্কেট এর অবস্থান কিভাবে বুঝবো? আর ট্রেডাররাই বা কিভাবে Market Sentiment কৌশল নির্ধারণ করবেন? চিন্তায় পড়ে গেলেন? এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য Commitment of Traders নামের একটি রিপোর্ট প্রকাশিত হয়।

উফফফ! বাঁচালেন!


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here