এই সপ্তাহের Crude Oil আপডেটঃ May 22 – 26

0
163

Crude Oil News Bangla- Crude Oil গত শুক্রবার, ৪ সপ্তাহের হাই এ গিয়ে শেষ হয়। গত সপ্তাহে মার্কেট প্রাইস প্রায় ৫% বেড়ে $৫০.৫৩ তে গিয়ে শেষ হয়। এই মাসের শেষ দিকে তেল উৎপাদনকারীরা, জুন মাসের তেল উৎপাদন কম করার জন্য একটি বৈঠকে একমত পোষণ করবেন।

U.S. West Texas Intermediate crude জুন মাসের চুক্তি অনুযায়ী, Crude Oil Barrel গত শুক্রবার প্রায় 2% উপরে উঠে $50.33 গিয়ে শেষ হয় যেটা গত ৪ সপ্তাহের মধ্যে প্রথমবার এর মতন। এই প্রাইস গত ২১-এপ্রিল এর সর্বোচ্চ প্রাইসকে স্পর্শ করে যেটা ছিল $50.53।

অন্যদিকে, ICE Futures Exchange in London এর Brent Oil গত সপ্তাহে $53.61 যেয়ে মার্কেট শেষ করে যেটা ওই সপ্তাহের সর্বোচ্চ প্রাইস $53.82 স্পর্শ করে এবং গত এপ্রিল মাসের মধ্যে এটিই সর্বোচ্চ।

বিগত সপ্তাহে, London-traded Brent futures সর্বোচ্চ রেকর্ড $2.77 অথবা 5.2% স্পর্শ করে।

Petroleum Exporting দেশগুলোর তেলমন্ত্রীরা আগামি ২৫-মে Vienna তে একটি সভায় জুন মাসের তেল উৎপাদনের লক্ষ্য নিয়ে একত্রিত হবেন।

গত বছরের নভেম্বরে, OPEC এবং 11 other non-OPEC উৎপাদনকারী তার সাথে Russia, January 1 থেকে June 30 পর্যন্ত তেলের উৎপাদন প্রতিদিন 1.8 million barrels একটি চুক্তি সাক্ষর করেছিল। বেশীরভাগ মার্কেট বিশ্লেষকের মতে, March 2018 এর আগ পর্যন্ত তেলের উৎপাদন কম রাখা হবে বলে আশা করছেন।

এই সপ্তাহে, মার্কেটে অংশগ্রহণকারীদের প্রধান ফোকাস থাকবে বৃহস্পতিবারের Organization of Petroleum Exporting Countries এর সভার উপর। এছাড়া ট্রেডাররা, মঙ্গলবার এবং বুধবারের U.S. stockpiles of crude and refined products এর সাপ্তাহিক রিপোর্টের উপরও নজর রাখবেন।

Crude Oil News Bangla-Tuesday, May 23

American Petroleum Institute, U.S. oil supplies এর সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করবে।

Crude Oil News Bangla-Wednesday, May 24

U.S. Energy Information Administration, oil and gasoline stockpiles এর সাপ্তাহিক ডেটা পাবলিশ করবে।

Crude Oil News Bangla-Thursday, May 25

Petroleum Exporting দেশগুলোর তেলমন্ত্রীরা Vienna তে একটি সভায় জুন মাসের তেল উৎপাদনের লক্ষ্য নিয়ে একত্রিত হবেন।

U.S. তাদের natural gas supplies in storage এর সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করবে।

Crude Oil News Bangla-Friday, May 26

Baker Hughes, U.S. oil rig count এর সাপ্তাহিক প্রবেদন প্রকাশ করবে।

পূর্বের আর্টিকেলInstaforex No Deposit Bonus
পরবর্তী আর্টিকেলফরেক্স-এই সপ্তাহের আপডেটঃ May 22 – 26
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here