Instaforex No Deposit Bonus

2
1812
Instaforex No Deposit Bonus

InstaForex No Deposit Bonus

Instaforex No Deposit Bonus- ইন্সটাফরেক্স নতুন গ্রাহকদের একটি অতুলনীয় সুযোগ প্রদান করছে–“দ্যা নো ডিপোজিট বোনাস আপ টু $১০০”! যে সব ট্রেডার ইন্সটাফরেক্সে লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছে তারা “নো ডিপোজিট বোনাস” গ্রহণ করতে পারবে। এই বোনাস পেতে, আপনার কোন প্রাথমিক আমানতের প্রয়োজন নেই। নিবন্ধনের সময় একটা নিদিষ্ট পরিমাণ আমানত গ্রহণ করে, আপনি লেনদেন শুরু করতে পারেন।

ইন্সটাফরেক্সের গ্রাহকেরা শুধুমাত্র একবার “নো ডিপোজিট বোনাস” গ্রহণ করতে পারে। অধিকন্তু, ব্রোকারেরা সহজ শর্তে “নো ডিপোজিট বোনাস” প্রদান করে। গ্রাহকেরা সফলভাবে লেনদেন করে এই বোনাস তহবিল উত্তোলন করতে পারে। এই বোনাস শুধুমাত্র সম্পূর্ণ নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।

অর্থাৎ, আপনি যদি এর আগে এই ব্রোকারে রিয়েল একাউন্ট খুলে ট্রেড করে থাকেন তাহলে এই বোনাস আপনার জন্য প্রযোজ্য হবে না। বোনাস একাউন্ট খোলার জন্য এবং কিভাবে এই বোনাস একাউন্ট  থেকে অর্থ উত্তোলন করবেন সেটা জানতে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে নিন। চলুন, তাহলে এবার শুরু করি।

১ম ধাপ- লাইভ অ্যাকাউন্টে নিবন্ধন

ট্রেডিং অ্যাকাউন্ট নিবন্ধন করতে, অনুগ্রহ করে এই লিংকে ক্লিক করুন।

২য় ধাপ- বোনাসের অনুরোধ

সফলভাবে রেজিস্ট্রেশন করার পর, আপনাকে বোনাস এমাউন্ট এর জন্য একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। সেখানে আপনাকে, আপনার ট্রেডিং একাউন্ট এর তথ্য দিতে হবে। বোনাস স্বয়ংক্রিয়ভাবে আপনার একাউন্টে জমা হবে না, বোনাস পাবার জন্য আপনাকে বোনাস এগ্রিমেন্ট স্বীকার (agreement accept) করতে হবে।

৩য় ধাপ- বোনাসের উত্তোলন

Instaforex No Deposit Bonus এর প্রফিট শুধুমাত্র তারাই উত্তোলন করতে পারবে যারা সম্পূর্ণভাবে একাউন্ট ভেরিফাই করবে। ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই করার জন্য দুইটি আলাদা আলাদা লেভেল আছে। আপনাকে প্রফিট উত্তোলন করার জন্য প্রথম-১ম লেভেলে (NID/Passport/Driving license) এবং ২য় লেভেলে (Bank Statement/Utility bill copy) জমা দিতে হবে।

অর্থ উত্তোলন করার জন্য, প্রত্যেক ব্যবহারকারিকে তার নিজস্ব হাতে ধরা NID/Passport/Driving license একটি স্পষ্ট ছবি ভেরিফাই অপশনে আলাদা ভাবে আপলোড করতে হবে।

অনেকটা এই চিত্রের মতন করে। Instaforex No Deposit Bonus এর জন্য নিবন্ধনকৃত একাউন্টে আপনি আপনার যেসব তথ্যগুলো দিবেন, বোনাস পাবার পর আপনি কোনও ভাবেই আর এই তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন না।

নো ডিপোজিট বোনাস দিয়ে ক্রয় এবং বিক্রয় করা হয় যা X*25 ইন্সটাফরেক্স লটের সমান এবং যেখানে X হল গৃহীত সমস্ত বোনাসের সমান (এ পর্যন্ত উপার্জিত সকল বাতিল বা আংশিক বোনাস অ্যাকাউন্টে জমা হয়)।
শুধুমাত্র সম্পূর্ণ বোনাস উত্তোলন করা যায়, আংশিকভাবে উত্তোলন করার কোন সুযোগ নেই।
আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বোনাস উত্তোলনের জন্য অনুগ্রহ করে এই ঠিকানায় [email protected] অনুরোধ করুন।

এই বোনাস ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সুতরাং এই বোনাস গ্রহণ করার পূর্বে অনুগ্রহ করে বোনাস চুক্তিপত্রটি মনোযোগ দিয়ে পড়ুন।

Instaforex No Deposit Bonus-এক নজরে
মুনাফা উত্তোলন সম্ভব
যাচাইকরণ Second level (for profit withdrawal)
সর্বোচ্চ বোনাসের পরিমাণ ভিন্ন হয়ে থাকে
জমা করার নীতি শুধুমাত্র ১ম তহবিলের জন্য প্রযোজ্য
কমপ্যাটেবল বোনাস নেই
নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য প্রযোজ্য
অধিক অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্য প্রযোজ্য নয়
বোনাস উত্তোলনের লট X*২৫ ইন্সটাফরেক্স লট যেখানে X হল গৃহীত সমস্ত বোনাসের পরিমাণ
সর্বোচ্চ লিভারেজ ১:২০০
প্যাম বিনিয়োগ প্রযোজ্য নয়
অপশন ট্রেডিং প্রযোজ্য নয়
স্টপ আউট ১০০%

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

2 কমেন্ট

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে এই লিংক ক্লিক করুন এবং নির্দেশনা অনুসারে ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিন। লিংক – https://fxbd.co/FJebN

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here