বিভিন্ন ব্রোকারের বোনাস অফার সম্পর্কে জানুন

6
2227
Forex Bonus
Forex Bonus

Forex Bonus – ফরেক্স এবং এর সাথে সম্পৃক্ত বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি বেশ কিছুদিন ধরেই এবং অনেকদিনের এই পথ পরিক্রমায় আপনাদের গুরুত্বপূর্ণ উপদেশ, অনুরধ, মতামত সর্বোপরি আপনাদের সহযোগিতা পেয়েছি অনেক বেশী। যার ফলাফল হিসাবে আমরা তৈরি করেছি একটি অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেনিং প্ল্যাটফর্ম “অনলাইন ফরেক্স ট্রেনিং” এই প্ল্যাটফর্ম এর কাজ এখনও চলছে।

বেশ কিছুদিন ধরেই, আমাদের অনেকেই অনুরধ করেছেন “Forex Bonus” সম্পর্কিত কিছু নিয়ে কাজ করার। আমরাও চেষ্টা করছি, যাতে বিভিন্ন ব্রোকারের এই বোনাস অফার সম্পর্কে আপনাদের জানাতে পারি এবং সহজেই যাতে আপনারা এই বোনাস অফার ব্যবহার করে রিয়েল ট্রেড করতে পারেন সেই লক্ষ্যে।

আপনাদের এই অনুরধ এর প্রেক্ষিতে, বিভিন্ন ব্রোকারের সকল বোনাস, ডেমো/লাইভ প্রতিযোগিতা, প্রমোশনাল অফার সমুহ নিয়ে আমরা সাজিয়েছি আমদের ফরেক্স বোনাস প্ল্যাটফর্ম। যারা এই বোনাস এর সুবিধা গ্রহন করে রিয়েল ট্রেড করতে চান, তাদের জন্য আমাদের বোনাস পোর্টালটি খুব ভালো কাজ করবে বলে আমরা আশা করি।

ইতিমধ্যেই, আমরা জনপ্রিয় বেশ কিছু ব্রোকারের এই প্রমোশনাল অফার, আমাদের বোনাস পোর্টালে যুক্ত করেছি এবং আরও কাজ চলছে। আশা করি খুব শীঘ্রই এই সাইটের কাজ শেষ হয়ে যাবে।

কি কি থাকছে? 

বাংলাদেশে অনেকেই ফরেক্স ট্রেড করতে এবং শিখতে আগ্রহী কিন্তু বিনিয়োগ কম কিংবা না থাকার কারণে, এরা ফরেক্স ট্রেডে প্রবেশ করতে পারছে না। এই জন্য, আমরা সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছি বিভিন্ন ব্রোকারের “নো ডিপোজিট বোনাস” অফারগুলোর প্রতি।

প্রাথমিক পর্যায়ে, প্রায় ৫৬টি ব্রোকারের এই নো ডিপোজিট বোনাস অফারগুলো নিয়ে আমাদের বোনাস পোর্টালের কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটির সংখ্যা আরও অনেকাংশে বাড়বে। এছাড়াও থাকছে-

  • ডিপোজিট বোনাস;
  • ডেমো প্রতিযোগিতা,
  • লাইভ প্রতিযোগিতা;
  • গিফট এবং রিওয়ার্ড অফার;
  • স্পেশাল বোনাস অফার এবং ইত্যাদি।

কোন কোন ব্রোকারের বোনাস থাকবে?

বাংলাদেশে জনপ্রিয় সকল ব্রোকার ছাড়াও অনেক যাচাই-বাছাই ক্রয়ার পর, আমরা প্রায় ২০০ ফরেক্স এবং বাইনারি ট্রেডিং ব্রোকার নির্ধারণ করেছি যাদের সকল ধরনের বোনাস/প্রমোশনাল অফার আমাদের সাইটে রেগুলার ভিত্তিতে প্রকাশ করা হবে। এছাড়াও, আপনি যেই ব্রোকারে ট্রেড করেন সেই ব্রোকারও যদি স্পেশাল কোনও বোনাস শুরু করে যেটা আমাদের সাইটে নেই, আপনি চাইলে সেটাও যুক্ত করে দিতে পারবেন।

কোন বোনাস ভালো, কিভাবে বুঝব?

আমাদের প্রতি বোনাস আর্টিকেল এভাবে সাজানো হয়েছে যাতে করে আপনি ব্রোকার এবং তার অফারকৃত বোনাস সম্পর্কে খুব সহজেই বুঝতে পারেন। এছাড়াও, প্রতি বোনাস আর্টিকেলে বোনাস এর বিস্তারিত তথ্য ছাড়াও পাবেন – উত্তোলন প্রক্রিয়া, শর্ত সমূহ, বোনাস ক্যাম্পেইন এর মেয়াদ এর সঠিক তথ্য পাবেন। এছাড়াও, এই ধরনের সকল বোনাস ব্যবহার করার পর, আপনি চাইলে রিভিউও প্রদান করতে পারবেন, যাতে নতুন ব্যবহারকারীর জন্য অফার গ্রহনের সুবিধা হবে।

কোন ফি কিংবা চার্জ আছে কি?

ফরেক্স বাংলাদেশ এর অন্যান্য সার্ভিস এর মতন, Forex Bonus সার্ভিসটিও সম্পূর্ণ ফ্রি। এখানে কোনও ধরনের রেজিস্ট্রেশন কিংবা চার্জ প্রদান করতে হবে না। আমাদের বোনাস সাইটে ভিজিট করে এই বোনাস আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এছারাও, ইমেইল এর মাধ্যমে আপডেট গ্রহনের জন্য নিউজলেটার এর ব্যবস্থা আছে। আপনি যদি মনে করেন, অফারগুলো ইমেইলে নিবেন- তাহলে সাবস্ক্রাইব করে নিবেন। প্রতি সপ্তাহের সকল বোনাস অফার  এর আপডেট স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেইলে পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে আজই আমাদের বোনাস পোর্টালে ভিজিট করে নিজের জন্য একটি পারফেক্ট বোনাস বাছাই করে নিন। অনুগ্রহ করে ক্লিক করুন –

বোনাস পোর্টাল


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

6 কমেন্ট

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      বাংলাদেশ এর কোনও ব্যাংক কিংবা এর কোনও কার্ড এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার কোনও সুযোগ নেই। যার কারণে, স্ক্রিল একাউন্ট ব্যবহার করছেন এমন কোনও ব্যাক্তির কাছ থেকে ফান্ড ডিপোজিট করে নিতে হবে। এর জন্য অনুগ্রহ করে গুগল কিংবা ফেইসবুক এর মাধ্যমে সার্চ করে দেখুন। অনেক গ্রুপ কিংবা পেইজ আছে যারা রেগুলার কারেন্সি এক্সচেঞ্জ করে থাকেন। তাদের থেকে কিনে নিতে পারেন। তবে এক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন প্রয়োজন।

      বিঃদ্রঃ আমাদের কারেন্সি এক্সচেজ এর কোনও সার্ভিস নেই।

        • এক এক বোনাস এর শর্ত এক এক রকমের হয়ে থাকে যার কারনে বিস্তারিত উপস্থাপন করা সম্ভব হয় না। তারপরও আমরা চেষ্টা করছি শর্তগুলো যুক্ত করার। তারপরও শর্ত সম্পর্কে বিস্তারিত জানার জন্য ব্রোকারের সাথে কথা বলবেন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here