Forex World Cup 2018 – ডেমো ট্রেডিং প্রতিযোগিতা

0
456
Forex World Cup 2018 Demo Trading Competition By Exness
Forex World Cup 2018 Demo Trading Competition By Exness

আন্তরিকভাবে দুঃখিত এই বোনাস কিংবা প্রতিযোগিতাটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে যার কারনে এখন আপনি চাইলেও এই অফারে অংশ নিতে পারছেন না। তবে ব্রোকার এর এই ধরনের ভিন্ন প্রমোশনাল অফার সম্পর্কে জানতে চাইলে ব্রোকারের ওয়েবসাইটে দেখতে পারেন কিংবা চাইলে আমাদের বোনাস পোর্টালেও দেখতে পারেন।

ফরেক্স ট্রেডিং এর প্রতি নতুন ট্রেডারদের আরও বেশী উৎসাহী করতে Exness ব্রোকার নিয়ে এসেছে একটি নতুন এবং সম্পূর্ণ ভিন্নধর্মী ট্রেডিং প্রতিযোগিতা। Exness ব্রোকারে বিদ্যমান সকল নতুন এবং পুরাতন ট্রেডারগণ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন এবং যদি আপনার ট্রেডিং পারফর্মেন্স প্রথম ৫ জন এর মধ্যে হয়ে থাকে তাহলে থাকছে আপনার জন্য আকর্ষণীয় পুরষ্কার।

এই প্রতিযোগিতা সম্পূর্ণ প্র্যাকটিস একাউন্ট এর জন্য প্রযোজ্য হবে অর্থাৎ, আপনাকে কোনও ধরনের ফান্ড ডিপোজিট কিংবা বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র একটি প্র্যাকটিস একাউন্ট খুলেই Forex World Cup 2018 ট্রেডিং কন্টেস্টে অংশগ্রহন করতে পারবেন। আপনাদের সুবিধার কথা মাথায় রেখেই, প্রতিযোগিতার সবকিছু তুলে ধরছি।

Forex World Cup 2018 | প্রতিযোগিতা সম্পর্কেঃ

এটি এখন পর্যন্ত Exness ব্রোকারের সবচেয়ে বড় ডেমো ট্রেডিং প্রতিযোগিতা যাতে সর্বমোট ১২ টি রাউন্ড এর মাধ্যমে সর্বমোট $120,000 সম পরিমাণ পুরষ্কার হিসাবে বিভিন্ন রাউন্ডের বিজয়ী ট্রেডারদের প্রদান করা হবে। এই প্রতিযোগিতার রাউন্ড নং-৬ শুরু হতে যাচ্ছে আগামি ১৬ জুলাই এবং এই প্রতিযোগিতা চলবে আগামি ২০ জুলাই পর্যন্ত। যারা একাউন্ট পর্যন্ত এই প্র্যাকটিস ট্রেডিং সেশনে অংশ নেন নি, অনুগ্রহ করে আজই ফ্রি রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশ নিন।

Forex World Cup 2018 | কিভাবে অংশ নিব?

প্রক্রিয়াটি খুবই সহজ! এর জন্য কোনও ধরনের ফান্ড নিজ থেকে ডিপোজিট করার কোনও প্রয়োজন নেই। আপনাকে শুধুমাত্র একটি প্র্যাকটিস কিংবা Demo ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। একাউন্ট রেজিস্টার করার জন্য অনুগ্রহ করে নিচের ছবিতে ক্লিক করুন কিংবা ভিজিট করুন www.exness.com


একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবার পর, এবার অনুগ্রহ করে আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন। লগইন করার পর, বা পাশের ম্যেনু বার থেকে Contest এর উপরে ক্লিক করুন এবং পরবর্তী সকল নির্দেশনা অনুসরণ করুন। প্রতিযোগিতার জন্য অংশ নেয়ার পর, স্বয়ংক্রিয়ভাবে ইমেইল এর মাধ্যমে আপনাকে সবকিছু জানিয়ে দেয়া হবে।

Forex World Cup 2018 | শর্ত?

  • রাউন্ড – ৬ এর প্রতিযোগিতার সময় হচ্ছে 16.07.2018 – 20.07.2018
  • স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতার জন্য নির্ধারিত ফান্ড = $1000 আপনার প্র্যাকটিস একাউন্টে ডিপোজিট করে দেয়া হবে;
  • প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কৃত হবে 17.08.2018
  • Exness ব্রোকারের সকল নতুন এবং পুরাতন ট্রেডার এই প্রতিজগিতায় অংশ নিতে পারবেন।
  • প্রতিযোগিতার জন্য একাউন্ট নির্বাচন করতে হবে Demo Mini account;
  • সর্বোচ্চ লিভারেজ এর পরিমাণ 1:2000;
  • কমপক্ষে 3.0 lot সমপরিমাণ ট্রেড করতে হবে;

এছাড়াও, আপনি যদি বিজয়ী হিসাবে নিরবাচিত হন, তাহলে ফান্ড উত্তোলন করার জন্য অবশ্যই ট্রেডিং একাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাই করে নিতে হবে। কোনও রাউন্ডের প্রথম ৫জন বিজয়ী অন্য কোনও রান্ডের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। প্রতিযোগিতার সকল শর্ত এবং নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – www.exness.com

Forex World Cup 2018 | পুরষ্কারঃ

প্রতি রাউন্ডের সর্বমোট প্রথম ৫ জনকে বিজয়ী হিসাবে বিবেচিত করা হবে এবং তাদের নিজ নিজ ট্রেডিং একাউন্টে পুরষ্কার এর অর্থ স্বয়ংক্রিয়ভাবে ডিপোজিট করে দেয়া হবে। বিজয়ীরা পুরষ্কার পাবেন নিম্নলিখিত পদ্ধতিতে –

  • রাউন্ড চ্যাম্পিয়ন (১ম) পাবেন সর্বমোট $3000;
  • রাউন্ড ২য় জন পাবেন সর্বমোট $2000;
  • রাউন্ড ৩য় জন পাবেন সর্বমোট $1000;
  • রাউন্ড ৪র্থ জন পাবেন সর্বমোট $500,
  • রাউন্ড ৫ম জন পাবেন সর্বমোট $500 ।

লক্ষ্য করুন, উপরে উল্লেখিত এই প্রাইস মানি এর মধ্যে ৫০% রিয়েল ফান্ড এবং ৫০% বোনাস এমাউন্ট যা বিজয়ীর ট্রেডিং একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ডিপোজিট করে দেয়া হবে। অর্থাৎ, আপনি যদি $1000 পুরষ্কার পান তাহলে, এর ৫০% = $500 যেকোনো সময় উত্তলন করে নিতে পারবেন অথবা সম্পূর্ণ $1000 দিয়ে ট্রেড করার মাধ্যমে অর্জিত প্রফিট উত্তোলন করে নিতে পারবেন। বিস্তারিত তথ্য জানার জন্য ভিজিট করুন www.exness.com


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here