ফরেক্স মার্কেটে টাকা ডিপোজিট করার কিছু প্রক্রিয়া

21
2957
Forex Deposit System

প্রায়ই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পাই, কিভাবে ব্রোকারে ফান্ড ডিপোজিট করবো এই সম্বন্ধে। আসলে প্রক্রিয়াটি সহজ, কিন্তু যারা প্রাথমিক পর্যায়ে ট্রেড শুরু করতে চান, তাদের জন্য বিষয়টি জটিল হয়ে যায় মাঝে মাঝে। সাবাই আমাদের কাছে অনুরধ করেন, কোন মাধ্যমে ট্রেডে বিনিয়োগ করা যায় সে সম্পর্কে একটি ভালো পরামর্শ প্রদান করতে। আপনাদের সেই অনুরধ এর জন্যই আমাদের আজকের আর্টিকেল। কিভাবে এবং কি কি উপায়ে ট্রেডে ফান্ড ডিপোজিট করা যায় সে বিষয়ে, বিস্তারিত আজকের আর্টিকেলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো।

বাংলাদেশে ফরেক্স –

আমাদের দেশে অনেকই বর্তমানে এই ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত। সুনির্দিষ্ট কোনও পরিমাণ হয়তোবা বলা যাবে না কিন্তু এই সংখ্যা অনেক বেশী। আমাদের সাথেই বর্তমানে ট্রেড করছেন প্রায় ৩৬০০+ ট্রেডার। সুতরাং, নিজের মতন করেই এই ট্রেডাররের পরিমাণ ঠিক করে নিতে পারেন। অথচ এত পরিমাণ জনপ্রিয়তার পরেও বাস্তব সত্য হচ্ছে, আমাদের দেশে ফরেক্স মার্কেটে ফান্ড ডিপোজিট/ টাকা বিনিয়োগ করার সরাসরি কোনও মাধ্যম নেই। আমাদের কেন্দ্রীয় ব্যাংক এর কিছু নীতিমালার কারনে, চাইলেও আমরা সরাসরি ব্রোকারে টাকা ডিপোজিট করতে পারি না। এই নীতিমালা সম্পর্কে বিস্তারিত আমাদের ঝুঁকি সতর্কতা আর্টিকেলে দেয়া আছে। বিস্তারিত জানতে চাইলে দেখে নিতে পারেন।

তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ট্রেডাররা কিভাবে অর্থ বিনিয়োগ করবে? যেহেতু নিবন্ধিত কোনও ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠান ছাড়া  বৈদেশিক মুদ্রার সকল ধরনের বিনিময় বাংলাদেশে অবৈধ সেক্ষেত্রে ট্রেডাররা ভিন্ন কিছু মাধ্যম ব্যবহার করে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে থাকেন। চলুন তাহলে বিভিন্ন ধরনের Forex Deposit System নিয়ে আলোচনা শুরু করি।

Forex Deposit System

বাংলাদেশের ট্রেডাররা বেশ কিছু মাধ্যমে ব্রোকারে ফান্ড ডিপোজিট করে থাকেন। সেখান থেকে এই ডিপোজিট প্রক্রিয়ার কিছু সুবিধা-অসুবিধা আপনাদের সামনে উপস্থাপন করছি –

ব্যাংক অনেক ট্রেডারই ব্যাংক এর মাধ্যমে টাকা ডিপোজিট করে থাকেন। যারা এই মাধ্যমে টাকা ডিপোজিট করে থাকেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনার কি জানেন বাংলাদশে সরাসরি কোনও ব্রোকারের অস্তিত্ব নেই। যদি তাই হয় তাহলে, আপনারা যারা ব্রোকারের সাথে সরাসরি লোকাল ব্যাংক এর মাধ্যমে অর্থ ডিপোজিট করছেন কিংবা বিনিময় করছেন তারা কিভাবে এই মাধ্যমটি ব্যবহার করছেন? একটু চিন্তা করে দেখে বলুন, যখন ফান্ড ডিপোজিট করার জন্য লোকাল ব্যাংক এর মাধ্যমে টাকা জমা দেন, সেটা কি আসলেই ব্রোকারের ব্যাংক একাউন্ট নাকি অন্য কোনও ব্যাক্তির ব্যাংক একাউন্টে দিচ্ছেন। ব্রোকার যদি বাংলাদেশে তাদের সেবা প্রদান করতে না পারে তাহলে নিজ নামে তারা ব্যাংক একাউন্ট খুলবেই বা কি করে?

তাহলে ব্রোকার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেন লোকাল ব্যাংক এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করার সুবিধা দেয়। আসলে বিষয়টি হচ্ছে, ব্রোকার সরাসরি আমাদের দেশে নিজ সেবা প্রদান করতে না পারলেও তাদের কিছু নির্দিষ্ট ব্যক্তি আমাদের দেশের কাজ করেন যারা এই লেনদেন এর বিষয়টি সম্পাদন করে থাকেন। ধরুন, আপনি “ক” ব্রোকারে ব্যাংক এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করেছেন। আপনি জানলেন, সরাসরি ব্রোকারের নিজ ব্যাংক একাউন্টেই জমা দিলেন কিন্তু আসলে জমা হল ওই ব্রোকারের নির্ধারিত ব্যক্তির একাউন্টে। এরপর, ব্রোকারের সেই ব্যাক্তি লেনদেন নিশ্চিত হবার সে তার একাউন্ট থেকে ফান্ড, আপনার একাউন্টে ট্র্যান্সফার করে দিবে। কিছু বুঝলেন? যদি কোনও কারনে এই ব্যাক্তি ব্রোকারে ফান্ড জমা না দেয় তাহলে ব্রোকার কখনোই আপনার ট্রেডিং একাউন্টে ফান্ড ট্র্যান্সফার করবে না। অর্থাৎ একটি সংশয় এর বিষয় থেকে যায়।

এজেন্ট বাংলাদেশে অনেকেই আছেন বিভিন্ন ব্রোকারের সাথে কাজ করছেন। কিছু ব্রোকার আছে যেখানে ফান্ড ডিপোজিট করতে এই ব্যক্তি কিংবা ব্যাক্তিবর্গের সরানপন্ন হতে হয়। এখানে আপনি এই ব্যাক্তিদের টাকা দিয়ে দিলে তারা ফান্ড আপনার ট্রেডিং একাউন্টে, একাউন্ট থেকে একাউন্ট ট্র্যান্সফার করার মাধ্যমে ফান্ড ডিপোজিট করে থাকে।

Forex Deposit System এর এই প্রক্রিয়াতে কিছুটা সমস্যা রয়েছে। আপনারা হয়তোবা জানেন না, বেশীরভাগ ব্রোকারের নিয়ম হচ্ছে, আপনি যেই মাধ্যমে ফান্ড ডিপোজিট করবেন আপনাকে সেই মাধ্যমেই ফান্ড উত্তোলন করতে হবে। অর্থাৎ, আপনি যদি “খ” ব্যাক্তির মাধ্যমে ফান্ড ট্র্যান্সফার এর মাধ্যমে ডিপোজিট করে থাকেন তাহলে আপনাকে ফান্ড উত্তোলন এর সময়ও একই নিয়ম অনুসরণ করতে হবে। যার অর্থ হচ্ছে, যদি কোনও কারণে এই “খ” ব্যাক্তি না থাকে তাহলে আপনার ফান্ড এর উত্তোলন হয়ে যাবে সন্দিহান।

কার্ড অনেকের কাছেই আজকাল বিভিন্ন ব্যাংক এর ডুয়াল কারেন্সি ক্রেডিট কিংবা ডেবিট কার্ড রয়েছে যার মাধ্যমে, তারা বিভিন্ন ব্রোকারে ফান্ড ডিপোজিট করার কথা ভাবছেন। আবার করতেও পারেন। এখানে আবার কিছু শর্ত থাকে-

  • ব্রোকারের শর্ত অনুযায়ী, আপনি যেই মাধ্যমে ফান্ড ডিপোজিট করবেন, উত্তোলন এর সময়ও আপনাকে একই মাধ্যম ব্যবহার করতে হবে। অর্থাৎ, কার্ড এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করলে আপনাকে আবার কার্ড এর মাধ্যমেই ফান্ড উত্তোলন করতে হবে।
  • ব্যাংক এর শর্ত অনুযায়ী, আপনি চাইলেই যেকোনো পরিমাণ এমাউন্ট এর ফান্ড ডিপোজিট করতে পারবেন না। ব্রোকার ভেদে এই এমাউন্ট এর পরিমাণ নির্দিষ্ট করা থাকে যেমন বছরে $3000-$4000 কিংবা প্রতিদিন সর্বোচ্চ $100-$200 । একজন ট্রেডার হিসাবে লেনদেন এর এই পরিমাণ খুবই কম এবং পরে সমস্যার কারণও হতে পারে।
  • কেন্দ্রীয় ব্যাংক এর শর্ত অনুযায়ী, ফরেক্স ব্রোকারের এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং, আপনি যদি এখন কার্ড এর মাধ্যমে ফান্ড ডিপোজিট করেনও যখন উত্তোলন করবেন তখন ব্যাংক এই ফান্ড আপনার কার্ডে ডিপোজিট করতে কোনও ধরনের সমস্যার তৈরি করতেই পারে। সেক্ষেত্রে আপনি চাইলেও কিছু করতে পারবেন না কিংবা কিছু করার থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন।

নেটেলার বাংলাদেশে অনেক বেশী জনপ্রিয় একটি ফান্ড ট্র্যান্সফার এর মাধ্যম। উপরের বিভিন্ন Forex Deposit System এর থাকে এই প্রক্রিয়াটি আমাদের মতে অনেক বেশী নিরাপদ এবং ট্রেডারের কাছেও অনেক বেশী জনপ্রিয়। আমাদের দেশে থেকে খুব সহজেই আপনি নেটেলার একাউন্ট খুলতে এবং ভেরিফাই করে নিতে পারবেন। ফ্রি একাউন্ট খুলতে অনুগ্রহ করে ভিজিট করুন – www.neteller.com । তবে সব ভালোরও যেমন কিছু খারাপ দিক থাকে ঠিক তেমনিই নেটেলার এরও কিছু খারাপ দিক রয়েছে। তবে এই খারাপ দিকগুলো আমাদের মধ্যকার কিছু ব্যাক্তির অসৎ কার্যের জন্য তৈরি।

  • নেটেলার এর ক্রয়-বিক্রয় এর ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায়, আপনি অপরিচিত কাউকে টাকা দিয়েছেন কিন্তু সে ফান্ড ট্র্যান্সফার না করেই গায়েব হয়ে যায়। বিষয়টি আজকাল এতটাই বেশী হচ্ছে, যা বলে শেষ করা যাবে না। যেহেতু এই সমস্যাটি আমাদের নিজেদের অসৎ উদ্দেশ্যে তৈরি সুতরাং, অপরিচিত কারও সাথে লেনদেন করার আগে ভালো করে নিশ্চিত হয়ে তারপরই করবেন।
  • একাউন্ট ভেরিফিকেশন এর সমস্যা হয়নি এরকম একজনকেও খুজে পাওয়া যাবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের নিজেদের অজ্ঞতার কারনেই একাউন্ট ভেরিফাই করেতে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং পরবর্তীতে দেখা যায়, একাউন্টই সম্পূর্ণভাবে ব্লক করে দেয়া হয়েছে। এই বিষয়ে আমরা ইতিমধ্যেই ওয়েবসাইটে আলোচনা করেছি। একাউন্ট ভেরিফিকেশনের জন্য সঠিক নিয়ম জানতে Neteller Verification অংশে দেখুন।

স্ক্রিল নেটেলার এর মতই এটিও অনেক বেশী জনপ্রিয় একটি Forex Deposit System । এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি চাইলেই নিজের স্ক্রিল একাউন্ট থেকে ফান্ড সরাসরি আপনার লোকাল ব্যাংক একাউন্টে (Ex. DBBL, EBl, SCB ইত্যাদি) ট্র্যান্সফার করে নিতে পারবেন। এই প্রক্রিয়ার টাকা ট্র্যান্সফার করতে সময় একটু বেশী লাগলেও খুব সহজেই ব্যাংক একাউন্টে সয়াসরি টাকায় ডিপোজিট হয়ে যায়। ফ্রি একাউন্ট খুলতে অনুগ্রহ করে ভিজিট করুন – www.skrill.com


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

21 কমেন্ট

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। Airtm মুলত মেক্সিকো ভিত্তিক একটি অনলাইন ওয়ালেট সিস্টেম এবং এখানে ট্রেডিং এর বাধ্যবাধকতা বেশী। এছাড়াও নির্ভরযোগ্যতার কারনে বেশীরভাগ নামীদামী এবং রেগুলেটেড ব্রোকার এই ওয়ালেট সাপোর্ট করেনা। তারপরও কিছু ব্রোকার যেমন FX Choice, FX Open এই ওয়ালেট ব্যবহার করার সুবিধা প্রদান করে। তবে আমাদের পরামর্শ থাকবে এটি ব্যবহার না করে FCA রেগুলেটেড ওয়ালেট স্ক্রিল ব্যবহার করার। বিস্তারিত লিংক – https://fxbd.co/skrill

  1. ফরেক্স পান্ডা.কম কি রিয়েল নাকি ফেইক একটা সাইট? এই সাইটে ডিপোজিট করা কতটুকু নির্ভরশীল হবে আমার জন্য। বিস্তারিত বললে উপকৃত হব

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। তথ্যটি আমাদের রিভিউ টীম এর কাছে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই ইমেইল এর মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। আশা করছি সেই পর্যন্ত সাথেই থাকবেন।

    • Thanks for your comment.
      Due to some regulation act, you can not proceed to deposit in your Neteller / Skrill account from your local bank. You can use either using a Credit card to upload money or you can collect some funds from other Neteller or Skrill users.

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      বাংলাদেশ থেকে সরাসরি ব্যাংক এর মাধ্যমে ফান্ড এক্সচেঞ্জ এর সুবিধা নেই। আপনি চাইলে অন্য স্ক্রিল ব্যবহারকারীর থেকে ফান্ড ট্র্যান্সফার করে নিতে পারবেন কিংবা আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে সরাসরি ফান্ড আপলোড করে নিতে পারবেন।

  2. binany তে ৩৫০ টাকাbkash থেকে deposit করেছিলাম. পরে income করেছি প্রায় ৭/৮ হাজার টাকা..১০০০ টাকা withdraw করলাম..চারদিন হল কিন্তু পাচ্ছি না টাকা এবং live account এ টাকা add হচ্ছে না.. কি করতে পারি?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      Binany ব্রোকার নিয়ে আমাদের ধারনা খুববেশী নয় যার কারনে বিস্তারিত বলতে পারছি না। তবে এই ব্রোকারটির কোনও রেগুলেশন নেই। এবং যেসকল ব্রোকার এর রেগুলেশন নেই সেগুলোতে ডিপোজিট করাও নিরাপদ নয়। আশা করছি বুঝতে পেরেছেন। অনুগ্রহ করে ব্রোকারের সাপোর্ট টীম এর কাছে ইমেইল করুন। দেখুন তারা কি বলে। তবে আমাদের মতে, যেই ব্রোকারের রেগুলেশন নেই সেগুলোতে ট্রেড না করাই ভালো।

      • কমেন্ট এর জন্য ধন্যবাদ। রেগুলেটেড ব্রোকারে ট্রেড না করলে ফান্ড উত্তোলন করতে পারার আশাও অনেক কম থাকে। এই জন্য, ট্রেড করলে শুধুমাত্র রেগুলেটেড ব্রোকারেই করা উচিৎ। আপনার সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। Binany.com সাইটটি স্ক্যাম করছে এবং এটি সম্পর্কে অনেক আগে থেকেই আমরা সবাইকে সতর্ক করে আসছি। বিভিন্ন রেগুলেটেড ব্রোকার সম্পর্কে জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/broker

  3. Hi, if we transfer funds from Skrill to our bank accounts, won’t they (bank) ask source of income and all? Will it make problems in future with our transactions? Because sending money out of our country is falling under money laundering law. Currently, I use Skrill and third party exchangers and get money in bkash. So, please inform me about this. Thanks!

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      ফান্ড উত্তোলন এর জন্য প্রথমত, যেই মাধ্যম ব্যবহার করে ব্রোকারে ডিপোজিট করবেন সেই মাধ্যম ব্যবহার করেই সেটিকে উত্তোলন করতে হবে। স্ক্রিল কিংবা নেটেলার এর মাধ্যমে ফান্ড লেনদেন করার জন্য একাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক। এক্সনেস ব্রোকার থেকে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করার জন্য অবশ্যই, এক্সনেস এবং স্কিল কিংবা নেটেলার একাউন্ট একই ব্যাক্তির নামে হওয়া আবশ্যিক। অন্যথায় এটি মানি লন্ডারিং শর্তের আওতায় ব্লক করে দিতে পারে কিংবা আপনি ভবিষ্যৎ লেনদেন এর ক্ষেত্রে বিপদেও পরতে পারেন। আরও বিস্তারিত জানার জন্য ইমেইল করুন – [email protected]

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here