News – ফরেক্স ট্রেডিং এ নিউজের গুরুত্ব।

0
1043
Forex News
Forex News

শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস শিখলেই ফরেক্স ট্রেড করা যাবে না। বিভিন্ন সময় ফরেক্স মার্কেটে প্রাইসের অনেক বেশী মুভমেন্ট লক্ষ্য করা যায়, আর এই মুভমেন্টের পিছনে রয়েছে বিভিন্ন ধরনের News ।

trend lines, double tops, এবং head and shoulder patterns এই ধরনের পিছনে গুরুত্বপূর্ণ কিছু শক্তি কাজ করে।

News ই হচ্ছে এই শক্তি!

ধরুন, রাতের খবরে আপনি দেখলেন একটি কোম্পানির অবস্থা ভালো না এবং এই কোম্পানি নিজেদের ‘দেউলিয়া’ ঘোষণা করেছে। এই কোম্পানির শেয়ার আপনি এর আগে কিনেছেন।

এখন বলুন, এই খবর দেখার পর আপনার পতিক্রিয়া কি হবে? আপনি কি করবেন এবং অন্য আরও যারা এই কোম্পানির শেয়ার কিনেছেন তারাই বা কি করবে? এই কোম্পানির শেয়ার সবাই তখন পাগলের মতন বিক্রি করে দিবে।

এর অর্থ হচ্ছে, আপনি News দেখে ট্রেডের জন্য এই সিদ্ধান্ত গ্রহন করলেন এবং সম্ভাব্য লসের হাত থেকে বাঁচার জন্য আপনার শেয়ার বিক্রি করে দিলেন। অর্থাৎ নিউজ, আপনাকে ট্রেড করার সিদ্ধান্ত গ্রহনে সহায়তা করলো। ফরেক্স ট্রেড করার ক্ষেত্রেও এই নিউজ একই ভুমিকা পালন করে থাকে। কিন্তু ফরেক্স ট্রেড এবং স্টক মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে নিউজের কিছু আলাদা পার্থক্য আছে। সমস্যা নেই! বুঝিয়ে বলছি-

আমাদের উপরের দেয়া উদাহরণ অনুযায়ী, আপনি রাতের একটি খবরের চ্যানেল থেকে জানতে পারলেন একটি সফটওয়্যার কোম্পানি নিজেদের ‘দেউলিয়া’ ঘোষণা করেছে। এই কোম্পানির শেয়ার আপনি কিনে রেখেছেন।

Insider Trading is Crimeধরুন, প্রকাশ হবার ঠিক একদিন আগে আপনি কোনওভাবে এই খবরটি জানতে পারলেন। স্বাভাবিকভাবেই আপনি আপনার সমস্ত শেয়ারগুলোকে আগেই বিক্রি করে দিবেন। এতে আপনার লস কিছুটা হলেও কম হবে, কারণ অন্যরা এই খবর আগে জানতে পারে নি।

চিন্তা করছেন, ভালোই তো হল! আগেই বেঁচে গেলাম। দুর্ভাগ্যবশত এই কাজটিকে বলা হয় ‘INSIDER TRADING‘ এবং এর জন্য আপনাকে জেলে পাঠানো হবে। 

Martha Stewart‘ তার একটি ম্যাগাজিনে একটি আর্টিকেল প্রকাশ করেছিলেন ImClone নামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্পর্কে। এই Insider Trading Case জন্য তাকে জেলে যেতে হয়েছিল।

স্টক মার্কেট ট্রেডে এমন কোনও News যা অন্যরা পায় নি কিংবা প্রকাশিত হয় নি, সম্পূর্ণ অবৈধ। কিন্তু মজার বিষয় হচ্ছে, ফরেক্স ট্রেডিং এ এই ধরনের খবর সম্পূর্ণ বৈধ। এক কথায় বলতে পারেন FAIR GAME!

আপনি যতো আগে কোনও নিউজ পাবেন কিংবা জানবেন, আপনি ততো ভালো ট্রেড করতে পারবেন এবং এর জন্য আপনাকে কারও কাছে কোনও ধরনের কৈফিয়ত দিতে হবে না। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন আর আপনাকে এই নিউজের জন্য কোনও ধরনের অপেক্ষা করতে হয় না। আপনি আগে থেকেই কোনদিন, কোন সময়ে, কোন নিউজ প্রকাশিথ হবে সে সম্পর্কে জানতে পারবেন। প্রতি সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজের তালিকা দেখতে আমাদের ‘ফরেক্স নিউজ ক্যালেন্ডার‘ দেখুন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলCarry Trade- ক্যারি ট্রেড কি?
পরবর্তী আর্টিকেলNews Trade- নিউজ ট্রেডিং কেন করবেন?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here