এই সপ্তাহের ফরেক্স নিউজ পর্যালোচনাঃ August 14 – 18

2
158
Forex Weekly Update
Forex Weekly Update

Forex Bangladesh- গত সপ্তাহের শুক্রবার দুর্বল Dollar অন্যান্য প্রধান প্রধান কারেন্সি এর বিপরীতে তার নিম্নমুখী অবস্থান ধরে রেখেছে। যেটা, গত বছরের অক্টোবরের মধ্যে সবচেয়ে কম ছিল। Dollar এর এই নিম্নমুখী প্রবণতার মুল কারন হিসাবে রয়েছে U.S. Inflation data এর নিম্নমুখী অবস্থান এবং U.S.-N. Korea এর রাজনৈতিক অস্থিরতা। বাজার বিশ্লেষণকারীদের মতে অর্থনীতির এই প্রভাব Federal Reserve এর ৩য় দফা interest rate hike এর পরিকল্পনার উপর অবশ্যই পরবে।

Labor Department এর তথ্য অনুযায়ী, U.S. consumer prices জুলাই মাসে 0.1% এসেছে যা আশানুরুপ ছিল না। যেখানে অর্থনীতিবিদরা আশা করেছিলেন এই রিপোর্ট 0.2% আসবে।

U.S. Dollar Index যা Dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে, শুক্রবার 0.33% নেমে 92.99 পয়েন্টে গত সপ্তাহের মার্কেট শেষ করে যা গত বছরের জুন মাসের ২২ তারিখ এর মধ্যে সর্বনিম্ন ছিল।

শুধুমাত্র গত সপ্তাহেই এই Index, 0.49% পয়েন্ট নেমে শেষ হয় যা টানা চতুর্থ সপ্তাহ পর্যন্ত পয়েন্টের এই নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে।

এদিকে EURO, Dollar এর বিপরীতে প্রায় তিনবছরের মধ্যে তার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে। EUR/USD, 2015 সালের মধ্যে সর্বোচ্চ প্রাইস 1.1821 পৌঁছে। গত শুক্রবার এই পেয়ার, প্রায় 0.42% বেড়ে 1.1821 মার্কেট শেষ করে। বিশ্লেষকরা ধারনা করছেন এই পেয়ার সামনের বছর নাগাদ 1.25 লেভেলে পৌছাতে পারে।

এছারাও, Dollar জাপানিজ Yen এর বিপরীতে প্রায় নিরপেক্ষ থেকে 109.19 প্রাইসে গত সপ্তাহের মার্কেট শেষ করে যা গত ১৬ সপ্তাহের মধ্যে USD/JPY এর প্রাইস সর্বনিম্ন 108.74 এর উপরে ছিল।

Swiss franc এর বিপরিতে Dollar কিছুটা নিম্নমুখী হয়ে সপ্তাহ শেষ করে যেখানে USD/CHF এর বিনিময়হার ছিল 0.9616।

yen এবং Swiss franc গত সপ্তাহে Dollar এর বিপরিতে সবচেয়ে বেশী শক্তিশালী ছিল যার প্রধান কারণ ছিল U.S. এবং N. Korea এর মধ্যকার একে অপরের পাল্টাপাল্টি মনোভাব। যেখানে yen-1.47% এবং Swiss franc- 1.14% বৃদ্ধি পায়।

এদিকে, Sterling ও তার ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে মার্কেট শেষ করে। যেখানে GBP/USD, 0.24% বেড়ে 1.3008 প্রাইসে মার্কেট শেষ করে। EUR/GBP, pound গত সপ্তাহ শেষ করে বিগত ১০ মাসের সর্বনিম্ন 0.9086 প্রাইসে।

Forex Weekly Update- Monday, August 14

  • New Zealand তাদের retail sales এর তথ্য প্রকাশ করবে।
  • Japan, second quarter growth এর তথ্য বিশ্লেষণ করবে।
  • China, industrial production and fixed asset investment এর রিপোর্ট প্রকাশ করবে।

Forex Weekly Update- Tuesday, August 15

  • Reserve Bank of Australia, তাদের মুদ্রানীতি বিষয়ে আলোকপাত করবে।
  • Euro zone, Germany তাদের preliminary data on second quarter growth এর বিশ্লেষিত তথ্য প্রকাশ করবে।
  • Switzerland, inflation data প্রকাশ করবে।
  • UK, consumer price inflation এর তথ্য প্রকাশ করবে।
  • U.S., New York জোনের retail sales and manufacturing activity এর রিপোর্ট প্রকাশ করবে।

Forex Weekly Update- Wednesday, August 16

  • Australia তাদের wage price index এর তথ্য প্রকাশ করবে।
  • UK, monthly employment report এর প্রাথমিক তথ্য প্রকাশ করবে।
  • Euro zone, first quarter economic growth এর রিপোর্ট প্রকাশ করবে।
  • Canada, foreign securities purchases এর ডেটা প্রকাশ করবে।
  • U.S. এদের, building permits and housing starts এর রিপোর্ট প্রকাশ করবে।
  • Fed তাদের পলিসি মিটিং এ পরবর্তী Rate Hike এবং অর্থনৈতিক অবস্থা অনুযায়ী তাদের নীতিমালা কিরকম হতে পারে সেই সম্পর্কে আলকপাত করবে।

Forex Weekly Update-Thursday, August 17

  • New Zealand তাদের producer prices এর তথ্য প্রকাশ করবে।
  • Australia, monthly employment report প্রকাশ করবে।
  • UK, retail sales data সম্পর্কে আলোকপাত করবে।
  • Euro zone, inflation data এবং ECB তাদের পলিসি মিটিং এ অর্থনৈতিক অবস্থা অনুযায়ী তাদের নীতিমালা কিরকম হতে পারে সেই সম্পর্কে আলকপাত করবে।
  • Canada, manufacturing sales এর রিপোর্ট প্রকাশ করবে।
  • U.S. তাদের initial jobless claims এবং production manufacturing activity এর তথ্য প্রকাশ করবে। এছারাও, Dallas Fed President Robert Kaplan তার বক্তব্য রাখবেন।

Forex Weekly Update- Friday, August 18

  • Canada তাদের inflation and retail sales এর অবস্থান নিয়ে পর্যালোচনা করবে।
  • U.S. consumer sentiment এর সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করবে।

ফরেক্স বাংলাদেশ, এই সপ্তাহে ফরেক্স মার্কেটে যেসব গুরুত্বপূর্ণ নিউজ হবে তার একটি লিস্ট নিচে দেয়া হল। এখানকার বর্ণিত সময় বাংলাদেশের সময় অনুযায়ী দেয়া আছে।

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, Google Plus, Twitter, Linked-in এবং YouTube থেকে জানুন। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

পূর্বের আর্টিকেলInstaforex Deposit Bonus
পরবর্তী আর্টিকেলInstaforex Coupon Bonus
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here