GBPUSD এনালাইসিস, ২৯ মার্চ – ২ এপ্রিল ২০২১

0
245
GBPUSD Technical Analysis For September 08, 2020

FXBangladesh.com – বিগত বছরে সকল কারেন্সি পেয়ার এর মুভমেন্ট ছিল অনেকবেশী যার মুল কারন হচ্ছে বিদ্যমান মহামারী জনিত কারনে এক এক দেশের অর্থনৈতিক অবস্থা। আমরা যদি গত বছরের GBO/USD মুভমেন্ট এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো কারেন্সি পেয়ারটি বৈশ্বিক লকডাউন এর শুরুতে অর্থাৎ, মার্চ-২০২০ থেকে মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রায় ৮০০ পিপ্স নিচে নেমে আসে। তবে এপ্রিল-২০২০ এর শুরু থেকে প্রাইস অনাকাঙ্ক্ষিত এই ডাউনট্রেন্ড থেকে বের হয়ে আসতে সক্ষম হয় এবং বছর শেষ করে আপ্ট্রেন্ডে থেকেই।

এপ্রিল ২০২০ থেকে এখন পর্যন্ত কারেন্সি পেয়ারটিতে আপট্রেন্ড বিদ্যমান এবং সেই হিসাবে এই বছরের ফেব্রুয়ারি মাসের শেষে এসে সর্বাধিক 1.42636 লেভেল স্পর্শ করতে সক্ষম হয় যা ছিল এপ্রিল-২০১৮ এর পড়ে সর্বাধিক প্রাইস লেভেল।

এখন প্রশ্ন হচ্ছে, এমন কেন হল?

ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের পর, যুক্তরাজ্য কিছুটা অর্থনৈতিক ধাক্কা খেলেও বিদ্যমান মহামারী সময়ে সবথেকে ভালো অবস্থানে রয়েছে। এর মুল কারন হচ্ছে আবিষ্কৃত অক্সফোর্ড এবং এক্সট্রাজেনিকার তৈরি ভ্যাকসিন। ইতিমধ্যেই প্রায় ১১৭টি দেশ এই ভ্যাক্সিন ব্যবহার করছে যার প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে।

এবার চলুন বড় টাইম্ফ্রেমে কারেন্সি পেয়ারটির অবস্থান জেনে নেই।

উপরের H4 টাইমফ্রেম এর চার্ট। এখানে দেখতে পাচ্ছি কারেন্সি পেয়ারটি একটি সাপোর্ট লেভেল ব্রেক করতে নিচের দিকে অবস্থান করছে। এই লেভেলটি হচ্ছে 1.3800-18 এর মধ্যে। এখন প্রাইস যে অবস্থানে রয়েছে সেই হিসাবে যদি আমরা ফিবনাচি টুল এর রিট্রেসমেন্ট ব্যবহার করি তাহলে দেখতে পাবো, প্রাইস বর্তমানে ৬১% রেসিস্টেন্স লেভেলে এসে অবস্থান করছে।

যারা সাপোর্ট লেভেল 1.3800-18 এর মধ্যে এন্ট্রি গ্রহন করতে পারেননি তারা চাইলে এখন নতুন করে Sell এন্ট্রি গ্রহন করতে পারেন। যেখানে প্রাইস এর প্রত্যাশিত টার্গেট লেভেল হতে পারে 1.3466-3500 এর কাছাকাছি।

ট্রেডিং পরামর্শ –

  • H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • যাদের Sell এন্ট্রি আছে সেটি রেখে দেয়ার পরামর্শ দিচ্ছি।
  • নতুন করে Sell এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
  • কোনও ধরনের Buy এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • সেল এন্ট্রির সম্ভাব্য প্রফিট টার্গেট হতে পারে 1.3466-3500 এর কাছাকাছি।
  • স্টপলস লেভেল হচ্ছে 1.3880 এর উপরে ক্যান্ডেল এর অবস্থান।

 

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলTechnical Analysis
পরবর্তী আর্টিকেলEURUSD টেকনিক্যাল এনালাইসিস – May 19, 2021
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here