USDCAD এনালাইসিস, ১৬-২০ নভেম্বর ২০২০

0
155
USDCAD Technical Analysis For 16-20 November, 2020

FXBangladesh.com – বছরের শুরুটা USD/CAD কারেন্সি পেয়ার এর জন্য ছিল এক কথায় দারুন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাসের মাঝ পর্যন্ত কারেন্সি পেয়ারটি প্রায় ১৭০০ পিপ্স এর আপট্রেন্ড প্রদান করে তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে এখন পর্যন্ত প্রায় পুরোটাই নেমে আসে। অর্থাৎ যেই পরিমাণ এর পিপ্স আপ্ট্রেন্ডে ছিল তার পুরটাই নিচের দিকে নেমে আসতে সক্ষম হয় এবং এখন পর্যন্ত সেই নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। এখন চলুন চার্ট এর দিকে ফিরে যাই।

USDCAD Technical Analysis For 16-20 November, 2020 - Important Support level has broken

উপরের Daily টাইমফ্রেম এর চার্টে কারেন্সি পেয়ারটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ব্রেকআউট করে এর নিচেই অবস্থান করছে দেখতে পাচ্ছি। আমরা জানি, প্রাইস যদি কোনও রেঞ্জ ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে সেই লেভেলে পুনরায় বাউন্স করে ফিরে আসে নতুন করে ট্রেন্ডে থাকার জন্য।

সেই হিসাবে গত সপ্তাহে প্রাইস এই ব্রেকআউট লেভেল এর দিকে বাউন্স করে এসে ঠিক এর নিচেই ক্যান্ডেল ক্লোজ করতে সক্ষম হয় যা আমাদের একটি ভালো ডাউন্ডট্রেন্ডের এন্ট্রি গ্রহন করার সুযোগ প্রদান করতে পারে। প্রত্যাশা করছি, প্রাইস পুনরায় ডাউনট্রেন্ডে ফিরে আসবে এবং বছরের শেষ নাগাদ নতুন লো লেভেল তৈরি করবে।

তবে এর জন্য প্রাইসকে অবশ্যই 1.3150 এর নিচে ক্যান্ডেল এর অবস্থান করতে হবে। সে হিসাবে নতুন করে SELL এন্ট্রি সুবিধাজনক পজিশনে রয়েছে। কেননা এন্ট্রি লেভেল থেকে স্টপলস লেভেল এর দুরুত্ত কিংবা গ্যাপ খুব বেশী নয়।

এমতাবস্থায়, কোনও ধরনের নতুন BUY এন্ট্রি গ্রহন না করার পরামর্শ থাকছে। যদি কোনওভাবে প্রাইস 1.3200 এর উপরে অবস্থান করতে সক্ষম হয় তাহলেই কেবল বিদ্যমান ডাউনট্রেন্ড এর সম্ভাবনা কমে আসবে এবং নতুন করে আপ্ট্রেন্ডে পরিবর্তিত হতে পারবে।

ট্রেডিং পরামর্শ –

  • Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • এখনই নতুন করে কোনও BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • যাদের Buy এন্ট্রি রয়েছে সেগুলোকে ক্লজ করে ফেলার পরামর্শ থাকবে।
  • নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে যেখানে সম্ভাব্য টার্গেট হচ্ছে 1.2800 এর কাছাকাছি।
  • যারা ইতিমধ্যেই SELL এন্ট্রি গ্রহন করেছেন সেটিকে ধরে রাখুন।
  • স্টপলস লেভেল হচ্ছে 1.3150 এর উপরে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here