Margin Trading | মার্জিন ট্রেডিং কি?

0
1249
Margin Trading | মার্জিন ট্রেডিং কাকে বলে?

ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মার্জিন এর মাধ্যমে ট্রেড করার সুবিধা। কিন্তু বেশীরভাগ ট্রেডারই এই শব্দটির সাথে পরিচিত নন। আমরা সবাই রিয়েল ট্রেড করার জন্য এতোটাই উদগ্রীব থাকি যার কারনে ট্রেডিং এর সাথে গুরুত্বপূর্ণ বিষয়সমু জানতে এবং শিখতে ভুলে যাই। আমরা সবাই মানি-ম্যানেজমেন্ট এবং রিস্ক-ম্যানেজমেন্ট এই বিষয়টি সাথে পরিচিত এবং চেষ্টাও করি এগুলো সঠিকভাবে মেনে চলার কিন্তু যদি আপনি Margin Trading সম্পর্কে বিস্তারিত না জানেন তাহলে কখনোই রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট এর বিষয়গুলো সম্পূর্ণ হবে না। যেমন হয়নি, কামাল নামের একজন ট্রেডার এর ক্ষেত্রে।

কামাল সকল ধরনের ট্রেডিং সম্পর্কে জানেন এবং বুঝেন কিছু দুঃখের বিষয় হচ্ছে তিনি মার্জিন কিংবা এর সাথে সম্পৃক্ত কোনও বিষয় সম্পর্কে জানেন না কিংবা বুঝেন না। মনে রাখবেন,

Margin Trading, কম ব্যালেন্স কিংবা ডিপোজিট এর মাধ্যমে বড় আকারের ট্রেডিং করার সুবিধাকে বলা হয়ে থাকে।

অর্থাৎ, আপনি কম পরিমান ক্যাশ এর মাধ্যমে ফরেক্স মার্কেট এর বড় আকারের ট্রেড করার সুবিধা পাবেন। এবং খুব ছোট পরিমান প্রাইস মুভমেন্ট এর কারনে ব্যাপক আকারের প্রফিট করতে পারবেন। কিন্তু নতুনদের মধ্যে এই সংক্রান্ত কোনও অভিজ্ঞতা থাকে না কারন, তারা জানেনই না কি ধরনের ট্রেড করছেন এবং কি হতে পারে।

বেশীরভাগ সময়ই দেখা যায় তারা ট্রেড করেন কিন্তু সেটি তাদের পক্ষে না যেয়ে বিপক্ষে যায়। যেমনটি হয়েছে ট্রেডার কামাল এর ক্ষেত্রে। ট্রেড করার সময় কামাল নিশ্চিত ছিলেন তার ট্রেড পক্ষে যাবে এবং তিনি বড় আকারের প্রফিট অর্জন করতে পারবেন।

হঠাৎ করেই, কামাল একটু চিন্তিত হয়ে পড়েন, দেখলেন তারা সকল ট্রেড লস এর কারনে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে গেছে এবং যে পরিমান অর্থ বাকি রয়েছে সেটি ব্যবহার করে নতুন করে কোনও ট্রেডে এন্ট্রি গ্রহন করতে পারবেন না।

কামাল একটু বেশী চিন্তিত হয়ে পড়লেন। নিজেকে প্রশ্ন করা শুরু করলেন, এরকম কেন হল?

এমতাবস্থায় তিনি ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে যোগাযোগ করলেন এবং সেখান থেকে জানতে পারলেন, মার্জিন কল এর কারনে ব্যালেন্স স্টপ-আউট হয়ে গিয়েছে।

কামাল আসলে বুঝতেই পারছেন না, ব্রোকার কি বলছে এরকম উল্টা-পাল্টা কথা। এই বিষয়গুলো ভালো করে বোঝার জন্যই আপনাকে প্রথমে Margin Trading সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং বুঝতে হবে।

বেশীরভাগ নতুন ট্রেডারই মার্জিন এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়সমূহ ভালো করে জানেন না কিংবা বুঝেন না। কিভাবে এটি ক্যালকুলেট করতে হয়, কিভাবে এটি ব্যবহৃত হয় এবং ট্রেডিং এর সাথে এর সম্পর্কই বা কি।

আপনাকে প্রশ্ন করছি, আপনি কি আসলে জানেন মার্জিন এর অর্থ কি?

ফ্রি মার্জিন কি? মার্জিনাল লেভেল বলতে কি বোঝায়? মার্জিন কল কাকে বলে? এবং ব্যবহৃত মার্জিন কাকে বলে? আশা করি প্রশ্নগুলো শুনেই বুঝতে পারছেন, ফরেক্স ট্রেডিং এর সাথে এই মার্জিন শব্দটির সম্পর্ক কি পরিমান গভীর।

আপনি যখন কোনও ব্রোকারে রিয়েল ট্রেড করার জন্য মার্জিন এর ব্যবহার করা শুরু করবেন এর প্রথমে আপনাকে এর সাথে সম্পৃক্ত সকল বিষয়সমূহকে ভালো করে জেনে এবং বুঝে নিতে হবে।

নতুবা, নিশ্চিত হয়ে বলতে পারি – আপনার অবস্থা হবে ট্রেডার কামাল এর মতন। মার্জিন কল কিংবা স্টপআউট লেভেল এর মতন খারাপ কিছু আপনার সাথে গঠে যেতে পারে কিন্তু, আপনি বুঝতেই পারবেন না এটি কেন হল। যদি মার্জিন বিষয়টি বুঝতে হয় তাহলে প্রথমে বুঝতে হবে কিভাবে Margin Trading কাজ করে।

বোঝার শুরুতেই অনুগ্রহ করে আপনার ট্রেডিং টার্মিনাল এর এই অংশে একটু ভালো করে লক্ষ্য করুন। নিচে আমরা ট্রেডিং টার্মিনাল MT4 এর একটি একাউন্ট এর স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরছি।

উপরের চিত্রে যেই নামগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সবগুলোই একটি অন্যটির সাথে যুক্ত। অর্থাৎ, একটির ভ্যেলুর পরিবর্তন অন্যটির ভ্যেলু পরিবর্তন করবে।

রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বে একজন ট্রেডার হিসাবে আপনাকে এই সবগুলো বিষয় কিংবা নামগুলোর সাথে পর্যাপ্ত পরিমান জ্ঞান থাকতে হবে। কারন আমরা চাই না, আপনার অবস্থা উপরের কামাল এর মতন হউক।

উপরের চিত্রে বিদ্যমান নামগুলোর কোনটির মান কিংবা ভ্যেলু যদি নিচের দিকে নেমে আসলে তাহলে আপনার ট্রেডিং একাউন্ট এর ১২টা বেজে যেতে পারে। সেজন্য প্রথমে আমাদের বিষয়গুলোর নাম এর সাথে পরিচিত হয়ে নেয়া উচিৎ। তাহলে চলুন শুরু করা যাক।

আপনার ট্রেডিং টার্মিনালের নিচের দিকে নিম্নের বিষয়গুলো দেখতে পাবেন।

  • Balance
  • Used Margin
  • Free Margin
  • Unrealized P/L
  • Equity
  • Margin Level

এখানে ব্যালেন্স হচ্ছে, আপনার ট্রেডিং একাউন্টে বর্তমানে কি পরিমান ফান্ড রয়েছে সেটিকে বোঝায়। যদি আপনার ব্যালেন্স পর্যাপ্ত পরিমান না থাকে তবে আপনি চাইলেও একটি ট্রেড থাকা অবস্থায় নতুন করে আর কোনও এন্ট্রি গ্রহন করতে পারবেন না। নিচের চিত্রটি ভালো করে লক্ষ্য করুন –

চিত্রটি দেখে আপানার মনে প্রশ্ন হতে পারে, এখানে “Used Margin” কোথাও দেখা যাচ্ছে না কেন? আসলে এটি এখানেই আছে। MT4 কিংবা MT5 ট্রেডিং টার্মিনালে এটিকে “Margin” হিসাবে উল্লেখ করা থাকে।

অনুগ্রহ করে নিচের চিত্রটি একটু ভালো করে লক্ষ্য করুন, এটি ভিন্ন একটি ট্রেডিং প্ল্যাটফর্ম এর স্ক্রিনশট আপনাদের সামনে উপস্থাপন করছি।

একটি বিষয় সবসময় মনে রাখবেন, টার্মিনাল ভেধে নামগুলোর ভিন্নতা থাকতে পারে কিন্তু সবগুলোই সঠিক এবং প্রায় একই। এখনই চিন্তায় পড়ে জাবার কোনও কারন নেই কারন আমরা প্রতিটি বিষয়গুলোকে বিস্তারিত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো যাতে করে বিষয়গুলো সহজে বুঝতে এবং শিখতে পারেন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলSpread | স্প্রেড কিভাবে ক্যালকুলেট করবেন?
পরবর্তী আর্টিকেলBalance | ব্যালেন্স কি?
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here