Rectangle Chart Pattern গঠিত হয় যখন মার্কেট প্রাইস একটি একটি সমান্তরাল সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে ঘুরতে থাকে।
অর্থাৎ প্রাইস Buyer কিংবা Seller কার দিকে যাবে এই বিষয়ে অনিশ্চায়তা এর কারণে এই Rectangle চার্ট প্যাটার্ন গঠিত হয়। প্রফেশনাল ট্রেডাররা এই প্যাটার্ন ব্যাবহার করে ব্রেকআউট ট্রেডিং করে থাকেন। এই আর্টিকেল থেকে আমরা শিখবো কিভাবে এই ট্রেড করবেন।
Rectangle Chart Pattern সূত্র
এই ধরনের চার্ট প্যাটার্নে মার্কেট প্রাইস একটি সমান্তরাল সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে ঘুরতে থাকে অর্থাৎ, যেকোনো একদিকে ব্রেকআউট করার আগে এটি সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে বারবার হিট করতে থাকে।
উপরের চিত্র থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে রয়েছে যা একটি অন্যটির সমান্তরাল।
যারা স্কাল্পিং করে থাকেন এই ধরনের ট্রেডাররা এই লেভেলের মধ্যে থেকে বাই এবং সেল এন্ট্রি নিয়ে ট্রেড করেন। তবে আমরা আপনাদের পরামর্শ দিব, এই ধরনের স্থানে ট্রেড নেয়ার কোনও প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত প্রাইস একটি নির্দিষ্ট দিকে মুভ না করবে (সাপোর্ট অথবা রেসিস্টেন্স না ভাঙবে) ততোক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।
মনে রাখবেন, আপনি যখন Rectangle চার্ট প্যাটার্ন, আপনার চার্টে দেখতে পাবেন তখন চিন্তা করবেন প্রাইস কোনদিকে মুভ করতে পারে। THINK OUTSIDE THE BOX!
Bearish Rectangle Chart Pattern
এটি গঠিত হয় একটি ডাউনট্রেন্ড এর সময়। বড় কোনও ডাউনট্রেন্ডে, অনেক সময় দেখা যায় প্রাইস একটি স্থানে এসে ঘুরতে থাকে।এর প্রধান কারণ হচ্ছে, Seller তখন ওই কারেন্সি পেয়ারকে আরও নিচে নামানোর জন্য একটু সময় নেয়। নিচের চিত্রটি লক্ষ্য করুন,
এই চার্টে, প্রাইস একটি বড় ডাউনট্রেন্ড থেকে আসার পর একটি নির্দিষ্ট সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে রয়েছে। প্রাইস একটু পর সাপোর্ট লেভেলকে ভেঙ্গে আরও নিচে নেমে আসে। নিচের চিত্রটি লক্ষ্য করুন-
পরামর্শঃ যখন প্রাইস সাপোর্ট লাইনের নিচে চলে আসবে, তখন অনুমান করে নিবেন প্রাইস Rectangle এর সমপরিমান আরও নামবে।
Bullish Rectangle Chart Pattern
আমরা কিছু আগে একটি বেয়ারিশ Rectangle চার্ট প্যাটার্ন এর আলোচনা করেছি। এখন আমরা দেখবো কিভাবে আপনি একটি বুল্লিশ Rectangle চার্ট প্যাটার্ন দিয়ে ব্রেকআউট ট্রেডিং করবেন।
এটি গঠিত হয় একটি আপট্রেন্ড এর সময়। বড় কোনও আপট্রেন্ডে, অনেক সময় দেখা যায় প্রাইস একটি স্থানে এসে ঘুরতে থাকে। এর প্রধান কারণ হচ্ছে, Buyer তখন ওই কারেন্সি পেয়ারকে আরও উপরে উঠানোর জন্য একটু সময় নেয়। নিচের চিত্রটি লক্ষ্য করুন,
এই চার্টে, প্রাইস একটি বড় আপট্রেন্ড থেকে আসার পর একটি নির্দিষ্ট সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে রয়েছে। প্রাইস একটু পর রেসিস্টেন্স লেভেলকে ভেঙ্গে আরও উপরে উঠে যায়। নিচের চিত্রটি লক্ষ্য করুন-
good,,,!!