ফরেক্স ট্রেডিং কাদের জন্য ?

0
1025
Trading Investment

ফরেক্স ট্রেডিং এর সাথে সবসময়ই ঝুঁকি বিদ্যমান থাকে। যার কারণে আপনি ধরে নিতে পারেন এই মার্কেট থেকে প্রফিট অর্জন করা খুব সহজ কোনও বিষয় নয়। সহজ নয়! কিন্তু আবার কঠিন কিছুও নয়। এর মধ্যে রয়েছে কিছু ট্রেডিং কৌশল এবং আপনার নিজের এই ঝুঁকি কমানোর কিছু নিজস্ব কৌশল। আপনি যদি এই বিষয়গুলো নিজের মতন করে নিয়ন্ত্রন করতে পারেন তাহলে ফরেক্স ট্রেডিং এর থেকে সহজ আর কিছু পৃথিবীতে নেই।

একটি অপ্রিয় সত্য কথা হচ্ছে, যারা মুলত এই ট্রেডিং এর ক্ষেত্রে লস কিংবা ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন তাদের মধ্যে সবচেয়ে বেশী অভাব থাকে পর্যাপ্ত জ্ঞান এর। অর্থাৎ, প্রাথমিক অবস্থায় আমরা কোনও কিছু না জেনে কিংবা না বুঝেই ফরেক্স ট্রেড শুরু করে ফেলি এবং পরিমান হয় লস। আপনার মধ্যে যদি সফল ট্রেডার এর মধ্যকার গুন গুলো থাকে তাহলেই কেবল আপনি একজন সফল ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করে নিতে পারবেন।

Fxbangladesh.com সবসময়ই চেষ্টা করে, আপনাদের সঠিক দিক নির্দেশনা দেয়ার যাতে করে যারা এই ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য বিষয়গুলো সহজ হয়। আমরা প্রায়ই কিছু বিষয় সম্পর্কে জানতে পারি, ঋণ কিংবা ধারকৃত অর্থ নিয়ে ফরেক্স ট্রেডিং এ বিনিয়োগ করতে চাচ্ছেন। তাদের জন্যই আজকের এই আর্টিকেল।

ট্রেডিং এর জন্য বিনিয়োগ

ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ। আপনার বিনিয়গের পরিমাণ যত বেশী হবে, আপনার ট্রেডিং এর মধ্যকার ঝুঁকিও তত কমে আসবে। বিপরীত দিকে, আপনার বিনিয়োগ এর পরিমাণ যত কম হবে, আপনার ট্রেডিং এর মধ্যকার ঝুঁকিও তত বেশী বেড়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন, “বিনিয়োগ এর পরিমাণ” ফরেক্স ট্রেডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

নতুন ট্রেডারদের মধ্যে, বেশীরভাগ সময়ই একটি প্রবণতা লক্ষ্য করা যায়, “কম বিনিয়োগ করে বেশী লাভের প্রত্যাশা” ! এই জন্য বেশীরভাগ ট্রেডারই, প্রাথমিক পর্যায়ে ট্রেডিং শুরু করে অল্প পরিমাণ বিনিয়োগ দিয়ে কিন্তু তাদের স্বপ্ন থাকে অনেক বেশী লাভের। ফলাফল হিসাবে, অনেক বেশী পরিমাণ ঝুঁকি নিয়ে ট্রেড শুরু করেন এবং পরিণাম হয় ভয়াবহ।

উদাহরণ হিসাবে যদি বলি, $100 বিনিয়োগ করার পর আমাদের প্রতি মাসে প্রফিট টার্গেট থেকে $300-$400 । বাস্তবতা হচ্ছে, এটি সম্ভব নয়! $300-$400 যদি প্রতিমাসে আপনার প্রফিট হিসাবে বের করে নিয়ে আসতে হয় তাহলে আপনার বিনিয়োগও হতে হবে সেই পরিমাণ। যতদিন পর্যন্ত, আপনি আপনার বিনিয়োগ এর পরিমাণ বাড়াতে না পারবেন ততদিন পর্যন্ত, ফরেক্স ট্রেডিং এর স্বপ্ন দেখা বন্ধ করুন। না হলে, কখনোই লাভের মুখ দেখতে পারবেন না।

বিনিয়োগ এর উৎস

আমরা সবসময়ই বলি, এমন কোনও উৎসের অর্থ ফরেক্স ট্রেডিং এর পিছনে বিনিয়োগ করবেন না যেটা লস করলে আপনার বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে আদর্শ হচ্ছে, যদি আপনার কাছে এই পরিমাণ টাকা অতিরিক্ত থেকে থাকে। যেমন, আপনার সঞ্চয়কৃত অর্থ কিংবা অন্য কোনও উৎস থেকে প্রাপ্ত অর্থ যেটা কোনও কারণে লস হলেও আপনার কোনও সমস্যা হবে না।

ব্যাংক ঋণ, ব্যাক্তিগত ঋণ, ধার কিংবা দৈনন্দিন কাজে পরিচালিত কোনও ধরণের অর্থ ফরেক্স ট্রেডিং এর জন্য বিনিয়োগ করবেন না।

আপনার, ফরেক্স ট্রেডিং এর জন্য বিনিয়োগ এর উৎস যদি এই ধরণের হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে ফরেক্স ট্রেডিং থেকে বিরত থাকুন।

সারমর্মঃ আমরা চাই ফরেক্স মার্কেট সম্পর্কিত সকল তথ্য সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আমরা কখনোই চাই না আপনি, আপনার বিনিয়োগ লস করেন তাই আমাদের পরামর্শ হচ্ছে, সবকিছু বুঝেই তারপর ফরেক্স ট্রেড শুরু করবেন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here