GOLD টেকনিক্যাল এনালাইসিস – ৩১ ডিসেম্বর

0
61
XAUUSD Technical Analysis For 31 December 2019

FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই চিন এবং যুক্তরাষ্ট্র এর মধ্যকার বাণিজ্যিক বিভিন্ন ধরনের ঝামেলা, GOLD এর উপর খুব বেশী পরিমাণ প্রভাব ফেলছে যার ফলে এখন পর্যন্ত চার্টে এই মূল্যবান ধাতু এর মুভমেন্ট খুবই বেশী। যার ফলে ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে আকাশ ছোঁয়া। যার মধ্যে জুন মাস থেকে আগস্ট পর্যন্ত এই দুই মাসেই এর মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় $250 যা বিগত ৬ বছরের রেকর্ড ব্রেক করেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? সর্বশেষ, প্রযুক্তি প্রতিষ্ঠান Huawei এর সাথে আমেরিকান অন্যান্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যকার বিরোধ এর কারনে, চিন এবং যুক্তরাষ্ট্র এর মধ্যকার বাণিজ্যিক যুদ্ধ ক্রমশই প্রযুক্তির যুদ্ধে রূপান্তরিত হচ্ছে। যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই চীনা বাজারে অ্যাপেল পণ্য এর সেবা নিয়েও প্রশ্ন উঠেছে। এছারাও দুই দেশের মধ্যে বিদ্যমান পাল্টাপাল্টি শুল্ক আরোপ এই ব্যানিজিক যুদ্ধকে রূপান্তরিত করছে বৈশ্বিক যুদ্ধে যার প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে লক্ষ্য করা যাচ্ছে। যার ফলশ্রুতিতে বিশ্ববাজারে Safe Heaven হিসাবে পরিচিত Gold এর বাজার হয়ে উঠেছে অস্থির। অন্যদিকে, ব্রেক্সিট ইস্যুতে, ইউ এবং ব্রিটেন এর মধ্যকার টানাপড়েন স্বর্ণের দামে যুক্ত করেছে নতুন মাত্রা। যার প্রভাবে, বিনিয়োগকারীরা ক্রমশ ঝুঁকছেন নির্ভরশীল GOLD এর দিকে কেননা এই ধরনের কোনও রাজনৈতিক উত্তেজনার কারনে সবচেয়ে বেশী পরিমাণ শক্তিশালী হয় এটি। এছারাও, সর্বশেষ কয়েক দশকের মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক গুলোর গোল্ড এর রিজার্ভ করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারনে আন্তর্জাতিক এর স্বর্ণ এর মূল্য বৃদ্ধি পেয়েছে অনেকবেশী। এখন চলুন বড় টাইমফ্রেম এর চার্টে প্রাইসের সম্ভাব্য অবস্থান দেখে নেয়া যাক –

XAUUSD Technical Analysis For 31 December 2019 - Resistance Level has broken

উপরের চার্টটি গোল্ড এর H4 টাইমফ্রেম এর একটি চার্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি, প্রাইস পূর্বের বিদ্যমান চ্যানেল এর রেঞ্জ ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। এবং উপরের চার্টে প্রদত্ত লংটার্ম ট্রেন্ডলাইন রেঞ্জও প্রাইস সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। এমতাবস্থায়, প্রাইস আপট্রেন্ড এর দিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশী। এমতাবস্থায়, প্রাইস আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী প্রাইস বিদ্যমান শর্টটার্ম রেসিস্টেন্স লেভেল ব্রেক করতে সক্ষম হয় এবং বর্তমানে এর উপরেই অবস্থান করছে। অর্থাৎ, আমরা তিনটি ভিন্ন ভিন্ন আপট্রেন্ড এর নির্দেশনা পেয়েছি।

  1. প্রাইস লংটার্ম ট্রেন্ডলাইন ব্রেকআউট করে = BUY
  2. প্রাইস চ্যানেল রেঞ্জ ব্রেকআউট করে = BUY
  3. প্রাইস, শর্টটার্ম রেসিস্টেন্স লেভেল ব্রেকআউট করে = BUY

বর্তমান মার্কেট ট্রেন্ড অনুসারে প্রাইস আপট্রেন্ডে শক্তিশালী অবস্থানে রয়েছে। এমতাবস্থায় কোনও ধরনের SELL এন্ট্রি গ্রহন না করার পরামর্শ থাকছে আপনাদের জন্য। প্রাইস এর পরবর্তী টার্গেট লেভেল হচ্ছে 1535 এবং যদি কোনওভাবে এই লেভেল ব্রেক করতে সক্ষম হয় তাহলে, প্রাইস ২০১৮ সালের সর্বোচ্চ লেভেল 1557 কিংবা এরও উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশী।

ট্রেডিং পরামর্শ –

  • Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • এখনই কোনও SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • যারা ব্রেকআউট হিসাবে BUY এন্ট্রি গ্রহন করেছিলেন তাদের এন্ট্রি ধরে রাখার পরামর্শ থাকছে।
  • বাই এন্ট্রির জন্য পসিবল টার্গেট লেভেল হচ্ছে 1535 এর কাছাকাছি
  • 1490 এর নিচে ক্যান্ডেল এর অবস্থান, বিদ্যমান আপট্রেন্ডকে বাতিল বলে নির্দেশ করবে।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 


নতুন সেবা

FX Cloud – ফ্রি ভিডিও ট্রেনিং পোর্টাল

FX Community – ট্রেডিং কমিউনিটি

FX Community App


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here