ট্রেন্ড লাইন, চ্যানেল ব্যবহার করে কিভাবে ব্রেকআউট ট্রেড করবেন?

0
808
Spot Breakout Trade

আমরা ইতিমধ্যেই ব্রেকআউট কি? ব্রেকআউট এর বিভিন্ন ধরন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি। আশা করি আপনার এই ব্রেকআউট ট্রেডিং নিয়ে অনেক কিছুই জানতে পেরেছেন। এখন সময় এসেছে কিভাবে এই ব্রেকআউট ট্রেডিং করতে হয় সে বিষয়ে জেনে নেয়া। আজকের আর্টিকেলে আমরা কিভাবে বিভিন্ন উপায়ে এই ব্রেকআউট ট্রেডিং করবেন সে বিষয়ে আপনাদের জানাবো সুতরাং অনুগ্রহ করে ভালো করে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নেয়ার অনুরধ করছি।

Chart Patterns

গুরুত্বপূর্ণ বিভিন্ন চার্ট প্যাটার্ন নিয়ে আমরা ইতিমধ্যেই আপনাদের সাথে আলোচনা করেছি। বিভিন্ন ধরনের এই চার্ট প্যাটার্ন, মার্কেটের বিপরীতমুখী ব্রেকআউট এর নির্দেশনা প্রদান করে থাকে যাকে ট্রেডের ভাষায় বলা হয় রিভার্সাল ব্রেকআউট । সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্ন সমূহ হচ্ছে –

  • Double Top/Bottom
  • Head and Shoulders
  • Triple Top/Bottom

এই চার্ট প্যাটার্ন সম্পর্কে বিস্তারি জানতে অনুগ্রহ করে আমাদের Chart Patterns কোর্সে দেখুন।

Trend Lines

মার্কেট চার্টে কোনও সম্ভাব্য ব্রেকআউট চিহ্নিত করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হচ্ছে ট্রেন্ডলাইনট্রেন্ডলাইন অংকন করার সবচেয়ে সহজ ইয়পায় হচ্ছে, মার্কেট ট্রেন্ড যেদিকে রয়েছে সেদিকের ক্যান্ডেল বরাবর একটি রেখা অংকন করা। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, কমপক্ষে দুইটি টপ কিংবা বটম একই রেখায় মিলতে হবে নতুবা সেটা ট্রেন্ডলাইন হিসাবে গ্রহণযোগ্য হবে না। নিচের চিত্রটির দিকে লক্ষ্য করুন –

Falling Trend line

আমরা জানি, আপনি সঠিকভাবে ট্রেন্ডলাইন আঁকতে পারেন! তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে এই ট্রেন্ডলাইন এর ভিত্তিতে ব্রেকআউট ট্রেডিং এর সুবিধা গ্রহন করতে পারি?

প্রাইস যখন ট্রেন্ডলাইন এর কাছাকাছি চলে আসে, তখন দুইটি বিষয় সংঘঠিত হতে পারে।

  1. হয় প্রাইস, ট্রেন্ডলাইনকে স্পর্শ করে আবার ফিরে যাবে এবং পূর্বের ট্রেন্ড অনুজায়ি যেতে থাকবে।
  2. না হয় প্রাইস, ট্রেন্ডলাইনকে ব্রেক করে সেই দিকে যাওয়া শুরু করবে।

একটি কথা আপনাদের বলে রাখতে চাই, ট্রেডার হিসাবে আমাদের কাজ হচ্ছে প্রফিট করা এবং শক্তিশালী ট্রেন্ড চার্ট থেকে খুঁজে বের করা। এই বিষয়ে ইন্ডিকেটর আমাদের অনেক বেশী সহায়তা করে থাকে। তবে একটি বিষয় মনে রাখবেন, একটি টেকনিক্যাল টুল এর থেকে একাধিক টুল ব্যবহার করে যদি ট্রেন্ড কনফার্মেশন পাওয়া যায় তাহলে এন্ট্রি পজিশন আরও বেশী নিশ্চিত হবে। আপনি চাইলে ট্রেন্ডলাইন এর সাথে গুরুত্বপূর্ণ সাপোর্ট-রেসিস্টেন্স লেভেল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিংবা বিভিন্ন লেগিং ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।

নিচের উদাহরণে আমরা EUR/USD কারেন্সি পেয়ারের একটি ব্রেকআউট এর চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। চিত্রটি একটু ভাল করে লক্ষ্য করুন –

Rising Trend Line then Breakout

চিত্রে দেখতেই পাচ্ছেন, কারেন্সি পেয়ার কিভাবে ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইনকে ব্রেকআউট করে বিপরীতদিকে নেমে এসেছে এবং একই সময়ে আমরা MACD ইন্ডিকেটরেও ট্রেন্ড পরিবর্তন এর কনফার্মেশন পেয়েছি।

সুতরাং, আমরা মোটামুটি নিশ্চিত হয়ে ধরে নিতে পারি EUR/USD কারেন্সি পেয়ার এখন আরও নিচে নেমে যাবে এবং আমরা একটি সেল/Sell এন্ট্রি গ্রহন করতে পারি।

Channels

ব্রেকআউট ট্রেডিং খুঁজে নেয়ার আরও একটি সহজ মাধ্যম হচ্ছে চার্টে ট্রেন্ড অনুযায়ী চ্যানেল অংকন করা। আমরা আগেই আপনাদের সাথে চ্যানেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপরও যদি আপনার বিস্তারিত জানার থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের Channel আর্টিকেলটি পড়ে নিন।

চার্টে চ্যানেল এর অংকন, অনেকটা ট্রেন্ডলাইন অংকন করার মতই। শুধুমাত্র ট্রেন্ডলাইনে একটি লাইন থাকে আর চ্যানেলে থাকে দুইটি।

Price Moving Inside a Rising Channel

ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে চ্যানেল এর ব্যবহার অনেক বেশী সহায়ক কারন আপনি এর মাধমে ট্রেন্ড এর দুই দিকেই ব্রেকআউট হবার অপশন দেখতে পাবেন।

ট্রেন্ডলাইন এর মতই, চ্যানেল ব্রেকআউট ট্রেডিং এর প্রক্রিয়া একই রকম। আমাদের শুধু যেকোনো একদিকের চ্যানেল লাইন এর ব্রেকআউট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Downward Breakout of the Rising Channel

চিত্রে দেখতেই পাচ্ছেন, কারেন্সি পেয়ার কিভাবে ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইনকে ব্রেকআউট করে বিপরীতদিকে নেমে এসেছে এবং একই সময়ে আমরা MACD ইন্ডিকেটরেও ট্রেন্ড পরিবর্তন এর কনফার্মেশন পেয়েছি।

সুতরাং, আমরা মোটামুটি নিশ্চিত হয়ে ধরে নিতে পারি EUR/USD কারেন্সি পেয়ার এখন আরও নিচে নেমে যাবে এবং আমরা একটি সেল/Sell এন্ট্রি গ্রহন করতে পারি।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here